লঞ্চের আগেই Redmi 15C ফোনের দাম ফাঁস, পাবেন ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ

রেডমি তাদের সি সিরিজের নতুন ফোন ইউরোপে লঞ্চ করতে চলেছে, যার নাম Redmi 15C। যদিও কোম্পানির তরফে এখনও ডিভাইসটির বিষয়ে কিছু জানানো হয়নি, তবে সম্প্রতি একটি ডাচ সাইট স্মার্টফোনটির অফিসিয়াল রেন্ডার ফাঁস করেছে। আজ আবার এক ইতালিয়ান অনলাইন রিটেইলারের সাইটে Redmi 15C এর দাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ফোনটির স্টোরেজ ভ্যারিয়েন্টও সামনে এসেছে।

Redmi 15C এর সম্ভাব্য দাম

রিটেল সাইট থেকে জানা গেছে, রেডমি ১৫সি এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকবে ১৩৩.৯০ ইউরো (প্রায় ১৩,৪০০ টাকা)। আর এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১৫৪.৯০ ইউরো (প্রায় ১৫,৫০০ টাকা)। ফোনটি পাওয়া যাবে ব্লু, গ্রিন এবং মিডনাইট গ্রে কালার অপশনে। এছাড়া ডিভাইসটি টুইলাইট অরেঞ্জ কালার অপশনেও আসতে পারে বলে কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে।

Redmi 15C এর স্পেসিফিকেশন ও ফিচার

তবে এত সব তথ্য ফাঁস হলেও, রেডমি ১৫সি এর স্পেসিফিকেশন নিয়ে এখনও ধোঁয়াশা আছে। এতে কোন চিপসেট থাকবে, কত ইঞ্চি ডিসপ্লে পাওয়া যাবে এবং ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে কিছু জানা যায়নি। কয়েকজন টিপস্টার বলছেন, রেডমি ১৫সি কিছু দেশে পোকো সি৮৫ নামে রিব্র্যান্ড হয়ে আসবে।

Redmi 15 সিরিজে এই ফোন ছাড়াও আরও কিছু মডেল থাকতে পারে, যেগুলি হতে পারে – Redmi 15 5G, Redmi 15C 5G এবং Redmi 15C।

এদিকে, Xiaomi 16 Ultra নিয়েও কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে। ইতিমধ্যেই ইউরোপের EEC সার্টিফিকেশন প্ল্যাটফর্মে স্মার্টফোনটি উপস্থিত হয়েছে। XiaomiTime-এর রিপোর্ট অনুযায়ী, এই ফোনের 2512BPNDAC, 2512BPNDAI এবং 2512BPNDAG মডেল নম্বর যুক্ত ভার্সনগুলি যথাক্রমে চিন, ভারত এবং গ্লোবাল মার্কেটের লঞ্চ হবে।