Redmi A5 Airtel Edition মাত্র 5999 টাকায় লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে 5200mAh ব্যাটারি

Redmi আবারও Airtel এর সাথে হাত বাজেট-ফ্রেন্ডলি দামে একটি নতুন “এক্সক্লুসিভ” এডিশন ভারতের বাজারে লঞ্চ করল। কোম্পানিটি আজ আনুষ্ঠানিকভাবে Redmi A5 Airtel Exclusive Edition এর ওপর থেকে পর্দা সরিয়েছে। এটি গত বছরের Redmi A4 Airtel Edition এর উত্তরসূরি হিসেবে লঞ্চ হয়েছে। নাম দেখেই বুঝতে পারছেন যে এতে এয়ারটেল সিম সাপোর্ট করবে। ক্রেতারা এই স্মার্টফোনটি কিনলে বিশেষ সুবিধা পাবেন। আসুন Redmi A5 Airtel Exclusive Edition এর দাম, অফার ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Redmi A5 Airtel Edition আজ ভারতে লঞ্চ হল

কোনো ঘোষণা ছাড়াই রেডমি এ৫ এয়ারটেল এডিশন আজ ভারতে এসেছে। ক্রেতারা এর সাথে বান্ডেল অফার পাবেন‌। এর সাথে এয়ারটেল প্রিপেইড সিম ব্যবহার করতে হবে। যেসব ক্রেতা এই ডিভাইসটি কিনবেন তাদের কমপক্ষে ১৮ মাসের জন্য এয়ারটেলের ২৯৯ টাকা বা তার বেশি মূল্যের ট্রুলি আনলিমিটেড প্ল্যান রিচার্জ করতে হবে। এক্ষেত্রে ক্রেতারা ৭.৫ শতাংশ ছাড় (স্টিকার মূল্যে ৭৫০ টাকা পর্যন্ত ছাড়) এবং ৫০ জিবি ফ্রি ডেটা পাবেন।

Redmi A5 Airtel Edition এর দাম ও কালার অপশন

Redmi A5 Airtel Edition এর দাম মাত্র ৫,৯৯৯ টাকা। এই মূল্য ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। ফোনটি Flipkart -এ জয়সলমের গোল্ড, জাস্ট ব্ল্যাক এবং পন্ডিচেরি ব্লু কালার অপশনে উপলব্ধ।

Redmi A5 Airtel Exclusive Edition এর স্পেসিফিকেশন ও ফিচার

Redmi A5 Airtel Exclusive Edition এর হার্ডওয়্যার স্ট্যান্ডার্ড Redmi A5 এর মতো। এতে আছে ১,৬৫০×৭২০ পিক্সেল রেজোলিউশনের ৬.৮৮ ইঞ্চির ডিসপ্লে, যা ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং সাপোর্ট করে। এতে লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি ব্যবহার এবং সার্কাডিয়ান-ফ্রেন্ডলি ব্রাইটনেসের জন্য টিইউভি সার্টিফিকেশন রয়েছে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৭২৫০ চিপসেট।

Redmi A5 অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে এবং রেডমি এই মডেলে দুই বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছর ধরে সিকিউরিটি আপডেট দেবে। ফটোগ্রাফির জন্য হ্যান্ডসেটির পিছনে ৩২ মেগাপিক্সেল এআই ডুয়েল রিয়ার ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য Redmi A5 Airtel Exclusive Edition স্মার্টফোনে ৫,২০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Redmi A5 Airtel Exclusive Edition এর অন্যান্য ফিচারের মধ্যে আছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রিডার, আইপি৫২ ডাস্ট এবং স্প্ল্যাশ রেজিস্ট্যান্স, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২, ইউএসবি-সি পোর্ট, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং রেডমির “১৫০% ভলিউম বুস্ট”।