Redmi A সিরিজ প্রধানত পকেট ফ্রেন্ডলি ফোনের জন্য পরিচিত। তবে, গত বছর এই লাইনআপের প্রথম 5G স্মার্টফোন হিসাবে Redmi A4 লঞ্চ করে চমকে দিয়েছিল শাওমি। মডেলটির হাত ধরে Snapdragon 4s Gen 2 প্রসেসর গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছিল। সংস্থা কিছু না বললেও ইতিমধ্যেই Redmi A5 এর উপর কাজ শুরু হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। এটি Redmi A5 এর উত্তরসূরী হিসাবে আসতে চলেছে।
Redmi A5 ফোনটিকে 25028RN03Y মডেল নম্বর। সঙ্গে IMEI লিস্টিংয়ে দেখা গিয়েছে। ডেটাবেস থেকে মার্কেটিং নাম কনফার্ম করা গিয়েছে। আর ব্র্যান্ডের নাম রেডমি বলে উল্লেখ করা হয়েছে। সূত্রের দাবি, রেডমি এ5 ভারত এবং বিশ্ববাজারে লঞ্চ হবে। তবে নির্দিষ্টভাবে লঞ্চ টাইমলাইম জানা যায়নি।
রেডমির প্রচুর ফোন পোকো ব্র্যান্ডের অধীনে বিশ্বের নানা প্রান্তে লঞ্চ হয়ে থাকে। রেডমি এ5 এর ক্ষেত্রেও পোকোর আলাদা ভ্যারিয়েন্ট থাকবে বলে খবর সামনে এসেছে। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে ভারতে লঞ্চ হওয়া পোকো সি75 ফোনটি Redmi A4 5G মডেলের ন্যায় ডিজাইন এবং হার্ডওয়্যার অফার করে। Redmi A5 পূর্বে 25028RN03A মডেল নম্বর সহ EEC সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল। সেই সময় একে Redmi Note 14 4G বলে মনে করা হয়েছিল।
জানিয়ে রাখি, Redmi A4 5G ফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত 6.88 ইঞ্চি ডিসপ্লে, Snapdragon 4s Gen 2 চিপসেট, 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং 18W ফাস্ট চার্জিং সহ একটি 5160mAh ব্যাটারি বর্তমান। ভারতে ফোনটির 4GB + 64GB মডেলের দাম 8,499 টাকা এবং 128 জিবি ভার্সন কিনতে 9,499 টাকা খরচ হয়।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.