শাওমি এবার দুই বাজেট স্মার্টফোন নিয়ে হাজির হচ্ছে বাজারে। সংস্থার দুই নতুন সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন, Redmi A5 (মডেল 25028RN03I) ও তার রিব্র্যান্ডেড ভেরিয়েন্ট POCO C71 (25028PC03I) ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস (BIS)-এর অনুমোদন লাভ করেছে। উল্লেখ্য, এই ফোন দুটি আগে FCC ও EEC সার্টিফিকেশনও পেয়েছে, ফলে গ্লোবাল লঞ্চ নিশ্চিত করা গিয়েছে।
অবাক করার মতো বিষয় হল, Redmi A5 পূর্বসূরী Redmi A4 5G এর ঠিক বিপরীতে 4G কানেক্টিভিটি, ডুয়াল ব্যান্ড সাপোর্ট সহ ওয়াই-ফাই ফাইভ, ব্লুটুথ, ও এনএফসি অফার করবে বলে আশা করা হচ্ছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম নির্ভর হাইপারওএস ২.০ কাস্টম স্কিনে রান করবে। এটি ৩ জিবি + ৬৪ জিবি, ৪ জিবি + ৬৪ জিবি, ৪ জিবি + ১২৮ জিবি, এবং ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ হতে পারে।
জানিয়ে রাখি, Redmi A4 5G ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৮৮ ইঞ্চি এইচডি+ এলসিডি ডিসপ্লে, Snapdragon 4s Gen 2 প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে এমন ৫,১৬০ এমএএইচ ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার (সাইড ফেসিং), ৩.৫ মিমি হেডফোন জ্যাক, এফএম রেডিও বর্তমান।
পূর্ববর্তী মডেলের স্পেসিফিকেশন বিচার করলে, Redmi A5 একই সাইজের ডিসপ্লে ও রিফ্রেশ রেট অফার করবে বলে আশা করা যায়। প্রসেসর এক থাকবে নাকি আপগ্রেড দেখা যাবে, সেটা এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ব্যাটারি ডিপার্টমেন্টেও পরিবর্তনের সম্ভাবনা কম। রিব্র্যান্ডেড হওয়ার কারণে Poco C75 মডেলেও একই ফিচার্স থাকতে চলেছে।