আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে Redmi A5, ৭ হাজার টাকার কমে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা সহ বড় ব্যাটারি

Xiaomi-এর সাব-ব্র্যান্ড Redmi আবারও বাজারে একটি চমকপ্রদ ফোন আনতে চলেছে। কোম্পানিটি নিশ্চিত করেছে যে তাদের নতুন স্মার্টফোন Redmi A5 আগামী ১৫ এপ্রিল ভারতে লঞ্চ হবে। ফোনটির প্রোডাক্ট পেজ ইতিমধ্যে mi.in ওয়েবসাইটে লাইভ হয়েছে। এই পেজ থেকে ডিভাইসটি সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করা হচ্ছে। লঞ্চের আগে Redmi A5 সম্পর্কে কি কি জানা গেল আসুন দেখে নেওয়া যাক।

Redmi A5 আসছে একাধিক কালার অপশনে

রেডমি এ৫ ফোনটি আসবে তিনটি আকর্ষণীয় কালারে – গোল্ড, পন্ডিচেরি ব্লু এবং জাস্ট ব্ল্যাক। এই কালারগুলি ফোনের লুককে আরও প্রিমিয়াম করে তুলবে, যা ব্যবহারকারীদের পছন্দমতো বিকল্প বেছে নেওয়ার সুযোগ দেবে।

বড় ডিসপ্লে ও চোখের আরাম

রেডমি এ৫ ফোনে আছে ৬.৮৮ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যা ১২০ হার্টজ হাই রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি সেগমেন্টের অন্যতম স্মুথ এবং চোখের আরামদায়ক ডিসপ্লে হিসেবে বিবেচিত হবে, যা দীর্ঘ সময় ব্যবহারেও আরামদায়ক অভিজ্ঞতা দেবে।

ক্যামেরা ও পারফরম্যান্স

রেডমি এ৫ এর পিছনে থাকবে ৩২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও LED ফ্ল্যাশ, এবং সামনে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এতে পারফরম্যান্সের জন্য দেওয়া হবে Unisoc T7250 প্রসেসর, যা দৈনন্দিন কাজের জন্য পর্যাপ্ত। ফোনটি ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ আসবে, এবং এতে ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

ব্যাটারি ও চার্জিং

এতে পাওয়ার ব্যাকআপের জন্য ৫২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে। এতে USB Type-C পোর্ট ও ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।

Redmi A5 এর দাম

Redmi A5 ফোনের গ্লোবাল মার্কেটে দাম রাখা হয়েছে মাত্র ৭৯ ডলার (প্রায় ৬,৭০০ টাকা), ফলে অনুমান করা যাচ্ছে ভারতে এর দাম ৭,০০০ টাকার মধ্যেই থাকবে।