মোবাইল

সস্তা 5G স্মার্টফোন আনছে রেডমি, লঞ্চের আগে উপস্থিত হল IMEI ডেটাবেসে

Published on:

Redmi a5 5G spotted imei database launch soon

রেডমি নতুন বছরের শুরুতেই একটি নয়া ফোন বাজারে আনছে। রিপোর্ট অনুসারে, সংস্থাটি এইমুহুর্তে Redmi A5 5G নিয়ে কাজ করছে। সম্প্রতি একে আইএমইআই ডেটাবেসে দেখা গেছে। এখান থেকে এই ফোনের নাম ও মডেল নম্বর জানা গেছে। বাজেট ফোন হিসেবে আসতে পারে রেডমি A সিরিজের নতুন ফোনটি। এটি Redmi A4 5G এর উত্তরসূরি হিসাবে লঞ্চ হবে, যেটি গত বছরের নভেম্বরে স্ন্যাপড্রাগন 4s জেন 2 চিপসেটের সাথে এসেছিল। Redmi A5 5G ভারত সহ বিশ্ব বাজারে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

Redmi A5 5G ফোনকে দেখা গেল IMEI ডেটাবেসে

টিপস্টার এরকেনকান ইলমাজ (@erenylmaz075) আইএমইআই ডেটাবেসে রেডমি A5 5G কে খুঁজে পেয়েছেন এবং এক্স প্ল্যাটফর্মে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। স্ক্রিনশটে ডিভাইসের নাম সহ জানা গেছে এর মডেল নম্বর 25028RN03Y। টিপস্টার দাবি করেছেন যে এটি গ্লোবাল মার্কেটে এবং ভারতীয় বাজারে পাওয়া যাবে এবং কিছু মার্কেটে পোকো ব্র্যান্ডের হ্যান্ডসেট হিসাবে আসবে। আপাতত রেডমি A5 5G সম্পর্কে এই তথ্যগুলিই সামনে এসেছে।

WhatsApp Community Join Now

Redmi A4 5G এর দাম ও ফিচার

রেডমি A4 5G ডিভাইসের 4 জিবি + 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ভারতে দাম 8,499 টাকা, আর 4 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্টের দাম 9,499 টাকা।

ফিচারের কথা বললে রেডমি A4 5G ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক HyperOS কাস্টম স্কিনে চলে এবং এতে 120Hz রিফ্রেশ রেট সহ 6.88-ইঞ্চি HD Plus (720×1640 পিক্সেল) LCD ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 4s জেন 2 চিপ ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য, আছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, যাতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত। সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এতে 18W চার্জিং সাপোর্ট সহ 5160mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন