রেডমি নতুন বছরের শুরুতেই একটি নয়া ফোন বাজারে আনছে। রিপোর্ট অনুসারে, সংস্থাটি এইমুহুর্তে Redmi A5 5G নিয়ে কাজ করছে। সম্প্রতি একে আইএমইআই ডেটাবেসে দেখা গেছে। এখান থেকে এই ফোনের নাম ও মডেল নম্বর জানা গেছে। বাজেট ফোন হিসেবে আসতে পারে রেডমি A সিরিজের নতুন ফোনটি। এটি Redmi A4 5G এর উত্তরসূরি হিসাবে লঞ্চ হবে, যেটি গত বছরের নভেম্বরে স্ন্যাপড্রাগন 4s জেন 2 চিপসেটের সাথে এসেছিল। Redmi A5 5G ভারত সহ বিশ্ব বাজারে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
টিপস্টার এরকেনকান ইলমাজ (@erenylmaz075) আইএমইআই ডেটাবেসে রেডমি A5 5G কে খুঁজে পেয়েছেন এবং এক্স প্ল্যাটফর্মে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। স্ক্রিনশটে ডিভাইসের নাম সহ জানা গেছে এর মডেল নম্বর 25028RN03Y। টিপস্টার দাবি করেছেন যে এটি গ্লোবাল মার্কেটে এবং ভারতীয় বাজারে পাওয়া যাবে এবং কিছু মার্কেটে পোকো ব্র্যান্ডের হ্যান্ডসেট হিসাবে আসবে। আপাতত রেডমি A5 5G সম্পর্কে এই তথ্যগুলিই সামনে এসেছে।
রেডমি A4 5G ডিভাইসের 4 জিবি + 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ভারতে দাম 8,499 টাকা, আর 4 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্টের দাম 9,499 টাকা।
ফিচারের কথা বললে রেডমি A4 5G ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক HyperOS কাস্টম স্কিনে চলে এবং এতে 120Hz রিফ্রেশ রেট সহ 6.88-ইঞ্চি HD Plus (720×1640 পিক্সেল) LCD ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 4s জেন 2 চিপ ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য, আছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, যাতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত। সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এতে 18W চার্জিং সাপোর্ট সহ 5160mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.