রেডমি গত বছরের নভেম্বরে চীনে Redmi K80 এবং K80 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। প্রতি বছর সংস্থার প্রিমিয়াম K সিরিজে তিনটি মডেল আসে। তাই তৃতীয় ফোনটি 2025 সালে রিলিজ হবে বলে আশা করা হচ্ছিল। জল্পনা সত্যি করে Redmi K80 Ultra চলতি বছরের মাঝামাঝি সময়ে বাজারে আসছে বলে খবর সামনে এসেছে। একইসাথে ডিভাইসটির কিছু মেজর স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।
Redmi K80 Ultra স্পেসিফিকেশন (সম্ভাব্য)
জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন রেডমি কে80 আল্ট্রার বেশ কিছু তথ্য সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেছে। রেডমি গত বছর জুলাই মাসে কে70 আল্ট্রা উন্মোচন করেছিল, যার মধ্যে ডাইমেনসিটি 9300 প্লাস প্রসেসর রয়েছে। ফলে ডিভাইসটির উত্তরসূরি চলতি বছর একই সময়ে লঞ্চ হবে বলে আশা করা যায়। টিপস্টার তার পোস্টে ফোনের নাম নির্দিষ্ট করে উল্লেখ না করলেও, সেটি রেডমির আপকামিং ফ্ল্যাগশিপ বলেই অনুমান করা হচ্ছে।
ওই সূত্রের দাবি, Redmi K80 Ultra-এর বর্তমান ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপে চারদিকে পাতলা বেজেল সহ ফ্ল্যাট ওলেট ডিসপ্লে রয়েছে। এটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও 1.5K রেজোলিউশন অফার করে। K70 Ultra-এর মতো নতুন ফোনটিতে ধাতব মিডেল ফ্রেম এবং IP68-রেটেড জল এবং ধুলো প্রতিরোধী চ্যাসিস থাকবে, যা এটিকে টেকসই ডিভাইস করে তুলবে।
পারফরম্যান্সের কথা বললে, রেডমি কে80 আল্ট্রা মডেলে পাওয়ারফুল ডাইমেনসিটি 9400 প্রসেসর থাকতে পারে। উল্লেখ্য, গত বছর রেডমির আল্ট্রা ফোনে ডাইমেনসিটি 9200+ চিপসেট ছিল। কে80 আল্ট্রার ব্যাটারি ক্যাপাসিটি হতে পারে 6,500 এমএএইচ। এটি পূর্বসূরীর 5,500 এমএএইচ ব্যাটারির তুলনায় একটি উল্লেখযোগ্য আপগ্রেড হবে।