রেডমি তাদের ‘কে’ সিরিজের অধীনে প্রতি বছর ফ্ল্যাগশিপ কিলার লঞ্চ করে থাকে। আর চলতি বছরেও সেই রীতির অন্যথা হচ্ছে না। Redmi K80 লাইনআপ এই বছর প্রিমিয়াম ফিচার্সের সঙ্গে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজের টপ মডেল হবে Redmi K80 Ultra। সম্প্রতি এই স্মার্টফোনটির নানা তথ্য ফাঁস হয়েছে। এখন জানা যাচ্ছে যে এতে বিশাল ব্যাটারি থাকবে। এছাড়াও, অনলাইনে ফোনটির প্রসেসর, ডিসপ্লে-সহ নানা ডিটেলস প্রকাশ হয়েছে।
জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, Redmi K80 Ultra ফোনে ৬.৮ ইঞ্চি ওলেড এলটিপিএস ফ্ল্যাট ডিসপ্লে প্যানেল থাকবে যা ১.৫K রেজোলিউশন অফার করবে। ফোনটির ডিজাইনে সবচেয়ে উল্লেখযোগ্য ডিজাইন পরিবর্তন হল গোল ক্যামেরা মডিউল। যেখানে পূর্বসূরী K70 Ultra বর্গাকার ক্যামেরা মডিউল পেয়েছিল।
Redmi K80 Ultra-তে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে এবং উন্নত স্থায়িত্বের জন্য মেটাল মিডল ফ্রেম থাকবে। পারফরম্যান্সের দিক থেকে, ফোনটিতে মিডিয়াটেকের আসন্ন ডাইমেনসিটি ৯৪০০প্লাস চিপসেট ব্যবহার হবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ৭,৪০০ এমএএইচ বা ৭,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এটি পূর্বসূরীর মতোই ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা যায়।
রেডমির নতুন প্রিমিয়াম স্মার্টফোনে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে যা অপটিক্যাল সেন্সরের থেকে আরও ভাল নির্ভুলতা প্রদান করবে। প্রসঙ্গত, রেডমি গত বছর জুলাইতে Dimensity 9300 Plus প্রসেসর চালিত K70 Ultra লঞ্চ করেছিল। ফলে K80 Ultra চলতি বছরে প্রায় একই সময়ে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.