Redmi K90 ও Redmi K90 Pro স্ন্যাপড্রাগন প্রসেসর ও 100W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ অক্টোবরে লঞ্চ হচ্ছে

অক্টোবরে চীনে লঞ্চ হতে চলেছে Redmi K90 সিরিজ। আসন্ন লাইনআপের অধীনে দুটি মডেল আসবে – Redmi K90 ও Redmi K90 Pro। ফোন দুটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে। আজ আবার এই সিরিজের বেস মডেল চীনের 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। এখান থেকে Redmi K90 হ্যান্ডসেটের চার্জিং স্পেসিফিকেশন জানা গেছে। এছাড়া একজন টিপস্টার স্মার্টফোনটির বিভিন্ন বিশেষত্ব শেয়ার করেছেন।
Redmi K90 ফোনে থাকবে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং
চীনের 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে 2510DRK44C মডেল নম্বর সহ একটি শাওমি হ্যান্ডসেটকে দেখা গেছে। জানা গেছে এতে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। উইবো পোস্টে, টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে মডেল নম্বরটি আসন্ন Redmi K90 এর।
Redmi K90 এর স্পেসিফিকেশন (ফাঁস)
রিপোর্ট অনুযায়ী, রেডমি কে৯০ ডিভাইসে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপ ব্যবহার করা হবে। সম্প্রতি স্ন্যাপড্রাগন সামিট ২০২৫ এর সময় এই প্রসেসরটি লঞ্চ হবে। টিপস্টার জানিয়েছে যে রেডমি কে৯০ সিরিজের উভয় ফোনে অর্থাৎ বেস ও প্রো মডেলে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর ফোন দুটি “আরও শক্তিশালী অডিও অভিজ্ঞতা” এবং “আরও পেরিফেরাল” অ্যাক্সেসরিজ অফার করবে।
ফটোগ্রাফির জন্য Redmi K90 Pro এর পিছনে ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে। আবার এতে ২কে রেজোলিউশন ডিসপ্লে দেওয়া হবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ চিপ থাকবে বলে আগে শোনা গিয়েছিল, যা এখন স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ নামে লঞ্চ হবে বলে কোয়ালকম নিশ্চিত করেছে।
সাম্প্রতিক বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, Redmi K90 সিরিজটি অক্টোবরে চীনে লঞ্চ হবে। এই লাইনআপটি ২০২৪ সালের নভেম্বরে বাজারে আসা Redmi K80 সিরিজের উত্তরসূরি হবে। গ্লোবাল মার্কেটে ফোনগুলি Poco ব্র্যান্ডের সাথে পাওয়া যেতে পারে।