মোবাইল

কম বাজেটের ক্রেতাদের জন্য সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ ফোন আনছে Redmi, প্রসেসরে বড় চমক

Published on:

redmi-k90-may-feature-custom-made-snapdragon-sm8845-chipset

Qualcomm এই বছরের অক্টোবরে পরবর্তী প্রজন্মের Snapdragon 8 Elite 2 প্রসেসর উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। সেই কারণেই এই চিপসেট চালিত একাধিক চাইনিজ ফ্ল্যাগশিপ ফোন বছরের অন্তিম ত্রৈমাসিকে লঞ্চ হবে। Xiaomi 16 সিরিজ উক্ত চিপ সমন্বিত প্রথম স্মার্টফোন হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে শাওমির সাব-ব্র্যান্ড রেডমিও চলতি বছরের শেষে Redmi K90 সিরিজ লঞ্চ করতে পারে। এই ফ্ল্যাগশিপে একটি কাস্টম-মেড চিপসেট ব্যবহার হতে পারে বলে দাবি করা হয়েছে।

জনপ্রিয় চীনা চিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছেন, Redmi K90 এবং K90 Pro কোয়ালকমের আসন্ন SM8845 এবং SM8850 চিপসেট দ্বারা চালিত হবে। শোনা যাচ্ছে যে SM8850 আসলে Snapdragon 8 Gen 4 প্রসেসর। অন্যদিকে, SM8845 হবে কাস্টম-ডিজাইন করা এক 3nm+ চিপ, যা কোয়ালকম ও রেডমি যৌথ উদ্যোগে তৈরি করছে।

সূত্রের তরফে আরও জানানো হয়েছে, নতুন চিপটিতে সম্পূর্ণ কাস্টম আর্কিটেকচার রয়েছে। Snapdragon 8 Elite প্রসেসরের মতো বেঞ্চমার্ক স্কোর প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে এটি। তবে বাস্তবে কেমন পারফরম্যান্স পাওয়া যাবে সেটা এখনও অজানা। Redmi K90 সিরিজ প্রাইসের উপর বিশেষভাবে ফোকাশ করছে বলে খবর সামনে এসেছে। অর্থাৎ কর্মক্ষমতার বদলে সাশ্রয়ী মূল্যকেই বেশি গুরুত্ব দিয়ে দেখছে রেডমি।

উল্লেখ্য, ২০২৩ সালে বাজারে আসা Redmi K70 ফোনে Snapdragon 8 Gen 2 প্রসেসর ব্যবহার হয়েছিল, যা ২০২২ সালে প্রকাশ হয়। আবার K70 Pro মডেলটিতে ২০২৩ সালে রিলিজ হওয়া Snapdragon 8 Gen 3 চিপসেট ছিল। গত বছরের Redmi K80 ও K80 Pro যথাক্রমে Snapdragon 8 Gen 3 এবং Snapdragon 8 Elite প্রসেসর দিয়ে সজ্জিত।