রেডমির ইতিহাসে প্রথমবার, Redmi K90 Pro সবচেয়ে বড় ব্যাটারি সহ আজ লঞ্চ হচ্ছে

রেডমি আজ (২৩ অক্টোবর) চীনে তাদের আপকামিং Redmi K90 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করতে চলেছে। ব্র্যান্ডের তরফে বলা হয়েছে যে, এই সিরিজের ডিভাইসগুলি প্রিমিয়াম অভিজ্ঞতা দেবে। হ্যান্ডসেটগুলি Xiaomi 17 Pro Max মডেলের মতো ডিসপ্লে এবং প্রাইমারি ক্যামেরা সহ আসবে। তার ওপর, এটি কোম্পানির প্রথম রেডমি ফোন সিরিজ হবে, যেখানে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে। এখন আবার ব্র্যান্ডের তরফে নতুন টিজারে নিশ্চিত করা হয়েছে যে, Redmi K90 Pro Max এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি যুক্ত রেডমি ফোন হবে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

সামনে এল Redmi K90 Pro Max এর ব্যাটারি সাইজ ও চার্জিং ক্ষমতা

অফিসিয়াল পোস্টারে নিশ্চিত করা হয়েছে যে, Redmi K90 Pro Max ডিভাইসে বিশাল ৭,৫৬০ এমএএইচ ব্যাটারি থাকবে। এটি এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষমতার ব্যাটারি যুক্ত রেডমি ফোন হবে। এখনও পর্যন্ত এই তকমা ছিল Redmi Turbo 4 Pro মডেলের কাছে, যা ৭,৫৫০ এমএএইচ ব্যাটারি অফার করে। এছাড়াও জানা গেছে যে, Redmi K90 Pro Max ফোনে ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এটি ১০০ ওয়াট পিপিএস চার্জিং প্রোটোকল এবং ২২.৫ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং স্পিড অফার করবে।

অন্যান্য ফিচার

অন্যান্য স্পেসিফিকেশনের ক্ষেত্রে, Redmi K90 Pro Max-এ ৬.৯ ইঞ্চির ওলেড (OLED) স্ক্রিন থাকবে, যা ২কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপারওএস ৩.০ (HyperOS 3.0) কাস্টম স্কিনে চলবে।

Redmi K90 Pro Max ডিভাইসে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট। আর গ্রাফিক্সের জন্য D2 চিপ মিলবে। ফটোগ্রাফির জন্য এর রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল OmniVision Light Fusion 950 প্রাইমারি ক্যামেরা, ৫x অপটিক্যাল জুম এবং ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং আল্ট্রা-ওয়াইড ক্যামেরা পাওয়া যাবে।‌ যদিও ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে কিছু সামনে আসেনি।

সাম্প্রতিক টিজারগুলি নিশ্চিত করেছে যে, Redmi K90 Pro Max হ্যান্ডসেটে তিনটি স্পিকার দেওয়া হবে, যার মধ্যে পিছনে বোস (Bose)-চালিত ইউনিট থাকবে। হ্যান্ডসেটটি আইপি৬৮/৬৯-রেটেড ধুলো এবং জল প্রতিরোধী রেটিং প্রাপ্ত চ্যাসিস সহ আসবে।

শোনা যাচ্ছে যে, Redmi K90 Pro Max কে গ্লোবাল মার্কেটে Poco F8 Ultra নামে রিব্র্যান্ড করা হবে। Redmi K90 ফোনে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে, তবে কোম্পানি এখনও এই ডিভাইসটি সর্ম্পকে কোনো তথ্য নিশ্চিত করেনি। সম্ভবত, বিশ্ব বাজারে এটি Poco F8 Pro নামে লঞ্চ হবে।