নভেম্বরে চীনে লঞ্চ হয়েছিল Redmi K80 ও K80 Pro। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে এই ফোনদুটির রিব্র্যান্ড ভার্সন হিসেবে গ্লোবাল মার্কেটে আসে Poco F8 Pro ও F8 Ultra। আসন্ন সিরিজের ক্ষেত্রেও প্রায় একই পথে হাঁটতে চলেছে Redmi ও Poco, অন্তত সাম্প্রতিক IMEI ডেটাবেস থেকে প্রাপ্ত তথ্য তাই ইঙ্গিত দিচ্ছে। নতুন Redmi K90 সিরিজ এবং Poco F8 লাইনআপ একই ফিচার সহ আসবে বলে মনে হচ্ছে। যদিও সংস্থার তরফে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
সম্প্রতি 2510DRK44C এবং 25102RKBEC মডেল নম্বরের দুটি রেডমি ডিভাইসকে IMEI ডেটাবেসে খুঁজে পাওয়া গেছে। ফোন দুটির ইন্টারনাল কোড যথাক্রমে P11 এবং P11U। আর এদের কোডনেম ‘Annibale’ ও ‘Myron’। যদিও এদের মার্কেটিং নাম ডেটাবেসে উল্লেখ নেই, কিন্তু টিপস্টাররা জানিয়েছেন যে, এদের নাম রাখা হবে রেডমি কে৯০ এবং কে৯০ প্রো। চীনে অক্টোবরে এই সিরিজ লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে।
রেডমির পাশাপাশি Poco ব্র্যান্ডের দুটি ফোনও একই ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে, যাদের মডেল নম্বর 2510DPC44G ও 25102PCBEG। মনে করা হচ্ছে, এগুলিই আগামী বছর বিশ্ববাজারে Poco F8 Pro এবং Poco F8 Ultra নামে আত্মপ্রকাশ করবে। কারণ এই ডিভাইস দুটির কোডনেম ও Redmi K90 সিরিজের কোডনেম একই। অর্থাৎ এটা প্রায় নিশ্চিত যে এবারও রেডমির স্মার্টফোনগুলি রিব্র্যান্ডিং করে গ্লোবাল মার্কেটে আনা হবে।
রিপোর্ট অনুযায়ী, Redmi K90 ও Poco F8 Pro ফোন দুটিতে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮ জেন ১-এর আপগ্রেডেড ভার্সন স্ন্যাপড্রাগন ৮ এলিট। অন্যদিকে, K90 Pro ও F8 Ultra ডিভাইসে ব্যবহার করা হতে পারে আপকামিং স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ প্রসেসর, যেটি চলতি বছরের সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে।
চলতি বছরের মতো আগামী বছরের ফেব্রুয়ারিতে Poco F8 Pro ও F8 Ultra গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে। এর সঙ্গে সম্ভবত স্ট্যান্ডার্ড Poco F8 মডেলও আসতে পারে, যা হয়তো Redmi Turbo 5 Pro-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.