Redmi K90 Pro ফোনের প্রসেসর থেকে ক্যামেরা ফাঁস, এই প্রথম থাকবে পেরিস্কোপ লেন্স

Xiaomi চলতি বছরের শেষের দিকে চীনে Redmi K90 সিরিজ লঞ্চ করতে চলেছে। আর এই সিরিজের ডিভাইসগুলিই Poco F8 ব্র্যান্ডিং সহ গ্লোবাল মার্কেটে আসবে বলে আশা করা হচ্ছে। যেখানে Poco F8 Ultra মডেলটি আদতে Redmi K90 Pro এর রিব্র্যান্ডেড ভার্সন হবে। সম্প্রতি K90 স্মার্টফোনের গুরুত্বপূর্ণ কিছু ফিচার সামনে এসেছে। যার উপর ভিত্তি করে বলা যায় যে, এটি গত বছরের K80 Pro এর তুলনায় গুরুত্বপূর্ণ আপগ্রেড সহ লঞ্চ হবে।

Redmi K90 Pro হবে K80 Pro এর তুলনায় অধিক আপগ্রেড

রিপোর্ট অনুযায়ী, Redmi K90 Pro মডেলটি কোয়ালকম এর পরবর্তী ফ্ল্যাগশিপ প্রসেসর, স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ প্রসেসর দ্বারা চালিত হবে। স্বাভাবিকভাবেই লেটেস্ট এই প্রসেসর আগের ভার্সনের থেকে বেশি কর্মক্ষমতা এবং দক্ষতা প্রদান করবে। বিশেষ করে গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে আমরা অভূতপূর্ব উন্নতি দেখতে পারবো।

ব্যাটারি ক্যাপাসিটিও আগের থেকে বাড়ানো হচ্ছে। শাওমি ৮০ প্রো ফোনে যেখানে ৬০০০ এমএএইচ ব্যাটারি ছিল, সেখানে রেডমি ৯০ প্রো ডিভাইসে থাকবে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। তবে চার্জিং স্পিড কিছুটা হতাশ করতে পারে। পূর্বসূরিতে ১২০ ওয়াট চার্জিং থাকলেও নয়া মডেলে ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। আবার এতে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

ফটোগ্রাফির জন্য, Redmi K90 Pro মডেলে পাওয়া যাবে পেরিস্কোপ জুম লেন্স। এই প্রথম রেডমির কোনো ফোনে এই ক্যামেরা থাকবে। এর আগে Xiaomi-র প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইসে এই ক্যামেরা লেন্স থাকতো। যাইহোক, K80 Pro-এর মতো উত্তরসূরিতেও 2K OLED ডিসপ্লে মিলবে।

তবে ফিচার সামনে এলেও Redmi K90 Pro এবং Poco F8 সিরিজের লঞ্চের তারিখ এখনও জানা যায়নি। আশা করা হচ্ছে, স্মার্টফোনগুলি অক্টোবর-নভেম্বর নাগাদ বাজারে আসবে।