চলতি বছরের শেষের দিকে বাজারে আসতে পারে Redmi K90 সিরিজ। এই সিরিজের অধীনে তিনটি মডেল একসঙ্গে আসবে – বেস, প্রো এবং আল্ট্রা। আর তিনটি স্মার্টফোনেই প্রিমিয়াম ফিচার থাকবে। যেখানে আগের Redmi K80 সিরিজের আল্ট্রা মডেল জুনে লঞ্চ হয় এবং বাকি দুটি মডেল এসেছিল গত নভেম্বরে। তবে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, Xiaomi ইতিমধ্যেই K90 সিরিজ লঞ্চের প্রস্তুতি শুরু করে দিয়েছে।
রেডমি কে সিরিজের প্রতিটি মডেলে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। ফলে যারা সারাদিন ফোন ব্যবহার করে বা গেম খেলে তারা সুবিধা পাবে। আর মজার বিষয় হল, আল্ট্রা বা প্রো ছাড়াও বেস মডেলেও এই ব্যাটারি দেওয়া হবে।
রিপোর্ট অনুযায়ী, Redmi K90 সিরিজের সব কটি মডেলই ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। যদিও বেস ও আল্ট্রা মডেলের জন্য এটা আপগ্রেড, তবে প্রো মডেলের ক্ষেত্রে এটা ডাউনগ্রেড হিসেবেই ধরা যায়। কারণ K80 Pro মডেলে ছিল ১২০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।
জল ও ধুলোর হাত থেকে সুরক্ষার জন্য Redmi K90 সিরিজে আইপি৬৮ রেটিং থাকবে। আর সিকিউরিটির জন্য দেওয়া হবে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর সবচেয়ে চমকপ্রদ খবর হল, সিরিজের সবকটি মডেলেই টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে।
এছাড়া জানা গেছে স্মার্টফোনগুলি নতুন ডিসপ্লে, ডুয়েল স্পিকার এবং মেটাল ফ্রেম সহ আসবে। আর এই ফোনগুলি Poco ব্র্যান্ডিং সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.