চীনে Redmi K80 সিরিজ আত্মপ্রকাশ করেছে খুব বেশি দিন হয়নি। এই সিরিজের ফোনগুলি Poco F7 লাইনআপের অংশ হিসেবে বিশ্বব্যাপী লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। তবে আন্তর্জাতিক বাজারে কবে আসবে সেই বিষয়ে সংস্থা এখন কোনও মন্তব্য করেনি। কিন্তু এর মধ্যেই Redmi K90 সিরিজ সম্পর্কে তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে।
গত সপ্তাহে ফাঁস হওয়া একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, K90 ফোনটিতে কাস্টম-ডিজাইন করা একটি 3nm+ চিপ থাকবে, যা কোয়ালকম ও রেডমি যৌথ উদ্যোগে তৈরি করছে। সূত্রের তরফে আরও জানানো হয়, নতুন চিপে সম্পূর্ণ কাস্টম আর্কিটেকচার মিলবে। এটি Snapdragon 8 Elite প্রসেসরের মতো বেঞ্চমার্ক স্কোর প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে।
এখন বিখ্যাত চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আপকামিং ফোনগুলির লঞ্চ টাইমলাইন প্রকাশ করেছেন। তাঁর দাবি, Redmi K90 সিরিজ পূর্বসূরীদের তুলনায় আগে লঞ্চ হবে, যা সম্ভবত অক্টোবরে। তুলনাস্বরূপ, Redmi K80 লাইনআপ গত বছর নভেম্বরের শেষের দিকে আত্মপ্রকাশ করেছিল।
Redmi K90 Pro-তে Snapdragon 8 Elite 2 চিপ এবং একটি ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। সামনের দিকে, এটি K80 Pro-এর মতো ২K রেজোলিউশন সহ ফ্ল্যাট ওলেড ডিসপ্লে অফার করবে। একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, Redmi K90 Pro-এর দাম ৪,০০০ ইউয়ান থেকে ৫,০০০ ইউয়ানের মধ্যে থাকতে পারে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৭,৯০০ টাকা থেকে ৫৯,৯০০ টাকা।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.