সবচেয়ে কম দামে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার Redmi Note 13 Pro 5G, এখানে রয়েছে অফার

বর্তমানে স্মার্টফোন ক্রেতাদের কাছে ক্যামেরা ও পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই দিকটি মাথায় রেখে শাওমি তাদের জনপ্রিয় সিরিজ রেডমি নোট এর অধীনে Redmi Note 13 Pro 5G মডেলটি বাজারে এনেছিল। এই স্মার্টফোনটি এখন Amazon ও Flipkart-এ আকর্ষণীয় ছাড়ে পাওয়া যাচ্ছে।
ক্রেতারা এই ডিভাইসটি মাত্র ১৭,৪৯৯ টাকায় টাকায় কিনতে পারবেন। আবার নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫ শতাংশ ক্যাশব্যাক মিলবে, যার পর ফোনটির দাম কমে দাঁড়াবে প্রায় ১৬,৬০০ টাকায়। শুধু তাই নয়, পুরনো ফোন এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ ১১,২০০ পর্যন্ত অতিরিক্ত ছাড়ও পাওয়া যেতে পারে। তবে মনে রাখবেন যে, এক্সচেঞ্জ ভ্যালু আপনার পুরানো ফোনের অবস্থা ও কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে।
Redmi Note 13 Pro 5G এর ক্যামেরা
রেডমি নোট ১৩ প্রো ৫জি মডেলটির সবচেয়ে বড় আকর্ষণ হল এর ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, যার সঙ্গে রয়েছে OIS (অপ্টিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) প্রযুক্তি। সঙ্গে আছে ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ও ২ মেডিকেল ম্যাক্রো লেন্স। এর ফলে দুর্দান্ত ছবি তোলা সম্ভব, বিশেষ করে যারা মোবাইল ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য এটি একটি আদর্শ ডিভাইস।
ডিসপ্লে
এই ফোনে আছে ৬.৬৭ ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৮০০ নিটস পিক ব্রাইটনেস অফার করে। ফলে ভিডিও দেখা, গেম খেলা কিংবা দৈনন্দিন ব্যবহার – সব কিছুতেই থাকবে চোখ জুড়ানো অভিজ্ঞতা।
প্রসেসর ও ব্যাটারি
পারফরম্যান্সের ক্ষেত্রে এই ডিভাইসে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর, যা শক্তিশালী ও ব্যাটারির সাশ্রয়ী। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫১০০ এমএএইচ বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট ফাস্ট চার্জিং সাপোর্ট করে – ফলে খুব দ্রুত চার্জ করে দীর্ঘক্ষণ ব্যবহার করা যাবে।