Activa EV ছাড়াও আরও একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল Honda, দাম 90,000 টাকা

Honda আজ ভারতে Activa e ছাড়াও আরও একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। এদিন ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫ ইভেন্টে QC1 বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করেছে জাপানি কোম্পানি। দাম শুরু ৯০ হাজার টাকা থেকে। ১,০০০ টাকা টোকেন মূল্যের বিনিময়ে শুরু হয়েছে বুকিং। বর্তমানে, দিল্লি, মুম্বই, পুনে, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং চন্ডীগড় – এই শহরগুলিতে উপলব্ধ স্কুটারটি। তবে, স্কুটারটি আগামী দিনে দেশজুড়ে পাওয়া যাবে বলে জানিয়েছে হোন্ডা।

Honda QC1 ইলেকট্রিক স্কুটারের ফিচার্স ও রেঞ্জ

QC1 একটি ইন-হুইল ইলেকট্রিক মোটর দ্বারা চালিত, যা ১.৮ কিলোওয়াট সর্বোচ্চ পাওয়ার আউটপুট এবং ৭৭ এনএম টর্ক উৎপন্ন করে। এতে রয়েছে একটি ১.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক, যা ফুল চার্জে ৮০ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। প্রদান করে। স্কুটারে রয়েছে দুটি রাইড মোড – ইকন এবং স্ট্যান্ডার্ড। সর্বোচ্চ গতি ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

এটি ৮০ শতাংশ চার্জ হতে সময় খরচ করে ৪ ঘণ্টা ৩০ মিনিট। বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে ৫ ইঞ্চির LCD ডিসপ্লে, সম্পূর্ণ LED লাইটিং, একটি USB C টাইপ চার্জিং পোর্ট এবং একটি স্মার্ট কী। এছাড়াও, পাবেন ২৬ লিটারের আন্ডারসিট স্টোরেজ, যেখানে একটি হাফ-ফেস হেলমেট এবং আরও কিছু জিনিসপত্র রাখতে পারবেন।

Honda QC1 ইলেকট্রিক স্কুটারের দাম

এই স্কুটারের এক্স-শোরুম দাম ৯০,০০০ টাকা। বুকিং করার জন্য টোকেন মূল্য ১,০০০ টাকা। বুকিং চালু হয়ে গিয়েছে। ডেলিভারি শুরু হবে ফেব্রুয়ারি থেকে। এটি পাঁচটি রঙে পাওয়া যাবে – পার্ল সেরেনিটি ব্লু, পার্ল মিস্টি হোয়াইট, ম্যাট ফগি সিলভার মেটালিক, পার্ল ইগনিস ব্ল্যাক এবং পার্ল শ্যালো ব্লু।