বিগত কয়েক বছর ধরেই রেডমি তাদের নোট সিরিজের 5G মডেলের পাশাপাশি 4G ভ্যারিয়েন্ট বাজারে এনে চলেছে। চলতি বছরেও তার অন্যথা হচ্ছে না। Redmi Note 14 সিরিজের পর এবার Note 14 ও Note 14 Pro-এর 4G সংস্করণ লঞ্চের প্রস্তুতি শুরু করেছে সংস্থা। যার মেমরি অপশন ও ফার্স্ট লুক ইতিমধ্যেই সামনে এসেছে। এবার Redmi Note 14 4G গিকবেঞ্চ বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে হাজির হয়ে বেশ কিছু তথ্য সামনে এনেছে।
রেডমি নোট 14 4G গিকবেঞ্চের সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে 732 ও 1976 পয়েন্ট স্কোর করেছে। ফোনটি Android 14 অপারেটিং সিস্টেম ও অন্তত 8 জিবি র্যামের সঙ্গে আসবে। ফোনের অভ্যন্তরে অবস্থিত অক্টা-কোর চিপসেটের ছয়টি কোর 2.0 গিগাহার্টজ ও দুটিাকোর 2.20 গিগাহার্টজ ক্লক স্পিডে রান করবে। এটি MediaTek Helio G99 Ultra প্রসেসর বলেই অনুমান করা হচ্ছে।
রেডমি নোট 14 4G হ্যান্ডসেটে 120 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত আই-কেয়ার ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস 5 লেয়ার এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটি গ্লোবাল মার্কেটে 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে। মিডিয়াটেক হেলিও জি99 প্রসেসর রেডমির ফোনকে পরিচালিত করবে।
এছাড়া, নোট 14 4G-এর অন্যান্য স্পেসিফিকেশন এবং ফিচার্সের মধ্যে থাকতে পারে 5,500 এমএএইচ ব্যাটারি, 33W ফাস্ট চার্জিং সাপোর্ট, এবং Note 13 4G-এর মতো 108 মেগাপিক্সেল AI প্রাইমারি ক্যামেরা। ফোনের কালার অপশন থাকবে তিনটি – গ্রীন, ব্লু, ও পার্পেল।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.