Xiaomi আজ ভারতে Redmi Note 14 সিরিজের একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করল। আসলে আজ Redmi Note 14 5G এর একটি নতুন কালার ভ্যারিয়েন্ট বাজারে এসেছে। এর নাম আইভি গ্রিন (Ivy Green)। তবে ডিভাইসটির স্পেসিফিকেশনে কোনো পরিবর্তন আনা হয়নি। এই স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল AI ক্যামেরা এবং ৫১১০ এমএএইচ ব্যাটারি আছে। আসুন Redmi Note 14 5G এর নতুন কালার ভ্যারিয়েন্টের দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
রেডমি নোট ১৪ ৫জি এর নতুন Ivy Green কালার ভ্যারিয়েন্ট ২১,০০০ টাকার কমে লঞ্চ হয়েছে। এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। আর ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা এবং ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা।
আজ থেকে Mi.com ওয়েবসাইটের মাধ্যমে রেডমি নোট ১৪ ৫জি এর নতুন কালার ভ্যারিয়েন্ট কেনা যাবে। এই ফোনের সাথে ১,০০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এরজন্য SBI, ICICI, HDFC এবং J&k ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে।
রেডমি নোট ১৪ ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২১০০ নিটস পিক ব্রাইটনেস সহ ৬.৬৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে। সাউন্ডের জন্য এতে ডুয়েল স্টেরিও স্পিকার উপস্থিত। ডিভাইসটি প্রিমিয়াম বিল্ড, এরগোনমিক কার্ভড ডিজাইন এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে।
Redmi Note 14 5G ফোনে আছে ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি রিয়ার ক্যামেরা যা কম আলোতেও দুর্দান্ত ছবি তুলতে পারে। ক্লোজ-আপ শটের জন্য এতে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে। এটি শাওমির এআই কম্পিউটেশনাল ফটোগ্রাফি দ্বারা চালিত, যা এআই বোকেহ সহ বিভিন্ন ফিচার পাওয়া যাবে। এই হ্যান্ডসেটে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫১১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.