মোবাইল

সবচেয়ে সস্তায় Redmi Note 14 5G থেকে Realme 13 Pro 5G, ধামাকা সেলে কম দামে জনপ্রিয় ফোন

Amazon Electronics Premier League Sale আগামী ২৬ মার্চ এই সেল শেষ হতে চলেছে। ২০ হাজার টাকার কমে উপলব্ধ স্মার্টফোনগুলি হল - iQOO Z9s 5G, Realme 13 Pro 5G, Samsung Galaxy M35 5G, Redmi Note 14 5G, OnePlus Nord CE 4 Lite 5G

Updated on:

Realme 13 Pro 5G

সুমন পাত্র, কলকাতা: অ্যামাজন ইলেকট্রনিক্স প্রিমিয়ার লিগ সেল আর মাত্র কয়েক দিন লাইভ থাকবে। আগামী ২৬ মার্চ এই সেল শেষ হতে চলেছে। আপনি যদি বাম্পার ডিসকাউন্টের সাথে আপনার পছন্দের ফোন কিনতে চান, তাহলে এই সেলের অফারগুলি কাজে লাগাতে পারেন। সেলে বিভিন্ন ব্র্যান্ডের জনপ্রিয় ফোনগুলি বড় ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে। এই প্রতিবেদনে আমরা Amazon Electronics Premier League সেলে ২০ হাজার টাকার কমে উপলব্ধ স্মার্টফোনগুলি সম্পর্কে বলবো।

iQOO Z9s 5G

আইকো জেড৯এস ৫জি অ্যামাজন ইলেকট্রনিক্স প্রিমিয়ার লিগ সেল সেলে ১৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। এই মূল্য ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। ব্যাঙ্ক অফারের সুবিধা নিয়ে এর দাম আরও কমানো যেতে পারে। এতে ১২০ হার্টজ 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট, ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা রয়েছে।

Realme 13 Pro 5G

এই সেলে রিয়েলমি ১৩ প্রো ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ব্যাঙ্ক অফারের সুবিধা নিয়ে এর দাম আরও কমানো যেতে পারে। এতে আছে ১২০ হার্টজ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট, ৫২০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।

Samsung Galaxy M35 5G

সেলে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৯,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে। ব্যাঙ্ক অফারের সুবিধা নিয়ে এর দাম কমানো যেতে পারে। এতে পাওয়া যাবে ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, এক্সিনস ১৩৮০ চিপসেট, ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা রয়েছে।

Redmi Note 14 5G

অ্যামাজন সেলে রেডমি নোট ১৪ ৫জি এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৮ টাকা রাখা হয়েছে। এর সাথে রয়েছে ব্যাঙ্ক অফার। ফিচারের কথা বললে, এতে ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, ডাইমেনসিটি ৭০২৫ আলট্রা চিপসেট, ৫১১০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা রয়েছে।

OnePlus Nord CE 4 Lite 5G

এই ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৭,৯৯৮ টাকায় তালিকাভুক্ত হয়েছে। ব্যাঙ্ক অফারের সুবিধা নিয়ে এর দাম আরও কমানো যেতে পারে। এই ডিভাইসে ১২০ হার্টজ AMOLED ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট, ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা উপস্থিত।