Redmi Note 14 SE 5G আগামীকাল ৫০ মেগাপিক্সেল Sony ক্যামেরা সহ ভারতে লঞ্চ হচ্ছে

আপনি যদি নতুন ৫জি স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে কয়েকদিন অপেক্ষা করে যান। আসলে আগামীকাল ভারতে লঞ্চ হতে চলেছে Redmi Note 14 SE 5G। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর দেওয়া হবে। সাথে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। এছাড়া পাওয়া যায় শক্তিশালী ব্যাটারি। যদিও Redmi Note 14 SE 5G এর দাম এখনও সামনে আসেনি। তবে আমাদের অনুমান এর মূল্য ১৫,০০০ টাকার কাছাকাছি রাখা হবে।

Redmi Note 14 SE 5G আগামীকাল ভারতে লঞ্চ হচ্ছে

রেডমি নিশ্চিত করেছে, Note 14 SE 5G আগামীকাল ২৮ জুলাই দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে। ফোনটি কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট ও Flipkart থেকে কেনা যাবে। ইতিমধ্যেই উভয় সাইটে ডিভাইসটির জন্য মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। এখান থেকে হ্যান্ডসেটটির কিছু মুখ্য ফিচার সামনে আনা হচ্ছে।

Redmi Note 14 SE 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি নোট ১৪ এসই ৫জি স্মার্টফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ আল্ট্রা প্রসেসর। আর ভার্চুয়াল র‌্যাম সাপোর্টসহ এতে পাওয়া যাবে সর্বোচ্চ ১৬ জিবি পর্যন্ত র‌্যাম। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর পাওয়া যাবে, যা OIS বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করবে। কোম্পানির তরফে বলা হয়েছে, কম আলোতেও এই ক্যামেরা দারুণ পারফর্ম করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 14 SE 5G ফোনে ৫১১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা টার্বো চার্জিং সাপোর্ট করবে। এছাড়া এই ব্যাটারিটি TUV SUD সার্টিফায়েড হবে। কোম্পানির দাবি এই ব্যাটারির পারফরম্যান্স চার বছর পর্যন্ত একই থাকবে। যদিও ডিভাইসটির ডিসপ্লে সাইজ এখনও সামনে আসেনি।