Redmi Note 14, Note 14 Pro এবং Note 14 Pro+ গত বছর ডিসেম্বরে ভারতে লঞ্চ করা হয়েছিল। তার আগেই অবশ্য সেপ্টেম্বরে চীনে ফোনগুলি প্রথম উন্মোচিত হয়েছিল। এবার কোম্পানি ফোনগুলি চীন এবং ভারতের বাইরেও বিশ্ব বাজারে রিলিজের ঘোষণা করল। Redmi Note 14 সিরিজের সঙ্গে একই দিনে Redmi Buds 6 Pro এবং Redmi Watch 5 গ্লোবালি লঞ্চ হবে।
Redmi Note 14 সিরিজ, Buds 6 Pro, Watch 5 গ্লোবাল লঞ্চ
রেডমি নোট 14, রেডমি নোট 14 প্রো, এবং রেডমি নোট 14 প্রো+ আগামী 10 জানুয়ারি বিশ্বব্যাপী লঞ্চ হবে। লঞ্চ ইভেন্টের জন্য লাইভ হওয়া একটি ল্যান্ডিং পেজ নিশ্চিত করে যে, স্মার্টফোনগুলির সঙ্গে Redmi Buds 6 Pro এবং Redmi Watch 5 অন্তর্ভুক্ত থাকবে। আবার শাওমির 165 ওয়াট চার্জারও ওই ইভেন্ট উন্মোচন করা হবে।
রেডমি নোট 14 সিরিজের গ্লোবাল ভার্সনে একটি 200 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং AI-ব্যাকড ইমেজিং এবং ফটো এডিটিং ফিচার্স পাওয়া যাবে। এছাড়া, অ্যান্টি-ড্রপ অল-স্টার আর্মার স্ট্রাকচার এবং কর্নিং গরিলা গ্লাস ভিকটাস 2 স্ক্রিন সুরক্ষিত রাখবে। পাশাপাশি ধুলো এবং জল প্রতিরোধের জন্য ফোনে IP68 রেটিং থাকছে।
রেডমি বাডস 6 প্রো টিডব্লিএস মোট 55 ডেসিবেল পর্যন্ত ANC ও 36 ঘন্টা ব্যাটারি লাইফ অফার করবে। চীনে ইয়ারফোনটির স্ট্যান্ডার্ড মডেলের দাম 399 ইউয়ান (প্রায় 4,600 টাকা) এবং ই-স্পোর্টস ভার্সনের মূল্য 499 ইউয়ান (প্রায় 5,800 টাকা)। অন্যদিকে, রেডমি ওয়াচ 5-এর দাম 599 ইউয়ান (প্রায় 6,600 টাকা) থেকে শুরু হচ্ছে। এই স্মার্টওয়াচে 2.07-ইঞ্চি AMOLED ডিসপ্লে, শাওমির HyperOS 2 ইন্টারফেস, ও 24 দিন পর্যন্ত ব্যবহারের সুবিধা রয়েছে।