বাজেটের মধ্যে আসছে HMD Bold ও HMD Crest 2 স্মার্টফোন, থাকবে UniSoc চিপ সহ ৮ জিবি পর্যন্ত র্যাম

HMD একের পর এক বাজেট ফোন বাজারে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। শীঘ্রই লঞ্চ হতে চলেছে কোম্পানির Pulse 2 সিরিজ। এর মধ্যেই জনপ্রিয় টিপস্টার, এইচএমডি মিমস আজ HMD এর দু’টি নতুন ফোনের খবর ফাঁস করলেন। এদের কোডনেম ‘MAHUZE’ ও ‘ACCORD।’ আর টিপস্টার জানিয়েছেন যে, এই দুটি ডিভাইস যথাক্রমে HMD Bold এবং HMD Crest 2 নামে বাজারে আসবে। এর পাশাপাশি এদের স্পেসিফিকেশনও জানা গেছে। উভয় স্মার্টফোন ১০ হাজার টাকার কমে লঞ্চ হবে।
HMD Bold ও HMD Crest 2 ফোনে থাকবে Unisoc চিপসেট
টিপস্টার বলেছেন এই দুই ডিভাইসের মধ্যে Crest 2 শক্তিশালী ফিচার অফার করবে। এতে পারফরম্যান্সের জন্য দেওয়া হবে ইউনিসক টি৮৩০০ ৫জি চিপসেট, যা তৈরি হয়েছে টিএসএমসি-র ৬ এনএম প্রযুক্তিতে। এই প্রসেসরে আট কোর আছে, যার মধ্যে দুটি কর্টেক্স-এ৭৮ কোর চলবে ২.২ গিগাহার্টজ স্পিডে এবং বাকি ছয়টি কর্টেক্স-এ৫৫ কোর চলবে ২.০ গিগাহার্টজ-এ।
গিকবেঞ্চ স্কোর
গিকবেঞ্চে এই ফোনের সিঙ্গেল কোর টেস্ট স্কোর ৭৪৩ এবং মাল্টি কোর টেস্ট স্কোর ২২৮৫। ডিভাইসটি ৪, ৬ বা ৮ জিবি র্যাম সহ পাওয়া যাবে।
অন্যদিকে, HMD Bold মডেলে ইউনিসক টি৭২৫০ প্রসেসর ব্যবহার করা হতে পারে। এই প্রসেসরে দুটি কর্টেক্স-এ৭৫ কোর চলবে ১.৮ গিগাহার্টজ স্পিডে এবং ছয়টি কর্টেক্স-এ৫৫ কোর চলবে ১.৬ গিগাহার্টজ ক্লক স্পিডে। এটি টিএসএমসি-র ১২ এনএম প্রযুক্তিতে তৈরি। ফোনটি ৪ বা ৬ জিবি র্যাম অপশনে পাওয়া যাবে।
লঞ্চের তারিখ জানা যায়নি
এখনও পর্যন্ত এই দুই স্মার্টফোনের দাম বা লঞ্চের তারিখ জানা যায়নি। তবে এইচএমডি মিমস এর মত ভরসাযোগ্য টিপস্টার বলায়, আশা করা যায় ডিভাইস দুটি খুব শীঘ্রই বাজারে আসবে।