স্মার্টফোনে স্যাটেলাইট কানেক্টিভিটি আগেই চলে এসেছে। এবার শাওমি-র সাব-ব্র্যান্ড রেডমি এই ফিচারের সাথে বাজারে আনতে চলেছে Redmi Note 15 Pro+ Satellite Edition। ‘25104RADAC’ মডেল নম্বরের সাথে এই ফোনটি সম্প্রতি রেডিও সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে। ফলে আশা করা যায়, ডিভাইসটি শীঘ্রই বাজারে আসবে। এতে Beidou সিস্টেমের শর্ট মেসেজ স্যাটেলাইট কমিউনিকেশনের সুবিধা পাওয়া যাবে।
চীনের জনপ্রিয় টেক ওয়েবসাইট IT Home ও টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছে যে, শর্ট মেসেজ স্যাটেলাইট কমিউনিকেশন ফিচার ফোনের যোগাযোগ ব্যবস্থার পদ্ধতিতে পরিবর্তন আনবে। আসুন এই ফিচারের বিশেষত্ব সম্পর্কে জেনে নেওয়া যাক।
এই বিশেষ ফিচারের কারণে মোবাইল নেটওয়ার্ক না থাকলেও ফোন থেকে ম্যাসেজ পাঠানো যাবে। Beidou স্যাটেলাইট ম্যাসেজিংয়ের সাহায্যে কোনো প্রত্যন্ত অঞ্চলে আটকে পড়লেও, মেসেজ পাঠিয়ে পরিবার বা বন্ধুদের পরিস্থিতির কথা জানানো যাবে। এই ফিচার উদ্ধারকারী দল, ফিল্ড ইঞ্জিনিয়ার বা পরিবহন খাতের কর্মীদের জন্য গেম চেঞ্জার হয়ে উঠতে পারে।
রিপোর্ট অনুযায়ী, রেডমি নোট ১৫ প্রো প্লাস স্যাটেলাইট এডিশন মডেলে ৬.৬৭ ইঞ্চি ১.৫কে OLED কার্ভড ডিসপ্লে থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬২০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি দেওয়া হতে পারে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এই মডেলে ৫০ মেগাপিক্সেল Light Hunter 800 প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি ডুয়েল স্টেরিও স্পিকার, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ আসবে।
Redmi Note 15 Pro+ এর স্যাটেলাইট ভার্সনটি প্রথমে চীনে লঞ্চ হবে। এরপর ধাপে ধাপে আন্তর্জাতিক বাজারে মডেলটিকে আনা হতে পারে। যদিও সে সম্ভবনা কম। তবে গ্লোবাল মার্কেটে এর স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ Redmi Note 15 Pro+ (স্যাটেলাইট ফিচার ছাড়াই) আসতে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.