Redmi Note 15 Pro Series 5G India Launch: কবে ভারতে আসছে রেডমির নতুন ফোন

ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Redmi Note 15 Pro Series 5G। বেশ কয়েকমাস ধরেই এই সিরিজ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এবার অপেক্ষার অবসান ঘটতে চলেছে বলে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী, Redmi Note 15 Pro এবং Redmi Note 15 Pro+ 5G এই মাসের শেষের দিকেই ভারতের বাজারে আসতে পারে। উল্লেখ্য, গত ডিসেম্বরে এই দুই মডেল গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছিল। তার আগেই চলতি মাসের শুরুতে ভারতে লঞ্চ হয় Redmi Note 15 5G।
Redmi Note 15 Pro Series 5G চলতি মাসে ভারতে লঞ্চ হবে
SmartPrix এর একটি প্রতিবেদনে টিপস্টার যোগেশ ব্রার জানিয়েছেন, ২৭ জানুয়ারি ভারতে লঞ্চ হতে পারে Redmi Note 15 Pro এবং Note 15 Pro+ 5G। আশা করা হচ্ছে অফিসিয়াল ঘোষণা খুব বেশি দূরে নয়। Pro+ মডেলে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ চিপসেট।
স্পেসিফিকেশনের কথা বললে, Redmi Note 15 Pro+ 5G মডেলে থাকতে পারে ৬.৮৩ ইঞ্চি ১.৫কে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য পিছনে থাকতে পারে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। সামনে সেলফির জন্য ৩২ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যেতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য Pro+ ডিভাইসে দেওয়া হতে পারে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Redmi Note 15 Pro 5G এর সামনে দেখা যাবে ৬.৮৩ ইঞ্চি ১.৫কে ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে। প্রসেসর হিসেবে পাওয়া যেতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ আল্ট্রা। ক্যামেরা সেটআপে প্রাইমারি সেন্সর Pro+ মডেলের মতোই হলেও, সেলফি ক্যামেরা হতে পারে ২০ মেগাপিক্সেলের। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,৫৮০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
দুটি স্মার্টফোনই অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপার ওএস ২ কাস্টম স্কিনে চলবে। এগুলিতে চার বছরের ওএস আপডেট ও ছয় বছরের সিকিউরিটি প্যাচের পাওয়া যাবে।

