মানুষ এখন বেশি স্টোরেজের ফোন পছন্দ করে। এই কারণে ২৫৬ জিবি স্টোরেজ স্মার্টফোনের চাহিদা ধীরে ধীরে বাড়ছে। আগে বেশি স্টোরেজের ডিভাইসের দাম অনেক বেশি থাকলেও এখন ফোনগুলি কম দামে কেনা যাবে। এই প্রতিবেদনে আমরা Realme ও Poco এর মতো ব্র্যান্ডের নির্বাচিত ২৫৬ জিবি ফোন সম্পর্কে জানাবো, যেগুলি কম দামে কেনা যাবে।
POCO M6 5G
পোকো এম৬ ৫জি ফোনে ভার্চুয়াল র্যাম, ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে। সাথে পাওয়া যাবে ৬.৭৪ ইঞ্চি HD+ ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ফটোগ্রাফির জন্য আছে ৫০ মেগাপিক্সেল এআই ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ চিপসেট। এর ব্যাটারি ক্যাপাসিটি ৫০০০ এমএএইচ। এর ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩,৯৯৯ টাকা। সাথে আছে ব্যাঙ্ক ডিসকাউন্ট।
Realme 13 5G
রিয়েলমি ১৩ ৫জি স্মার্টফোনে ২৪০০ x ১৮০০ পিক্সেল রেজোলিউশনের ৬.৭২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। মোবাইল ফোনটি ডাইমেনসিটি ৬৪০০ চিপসেট দ্বারা চালিত এবং এর ব্যাটারি ক্যাপাসিটি ৫০০০ এম এমএএইচ ব্যাটারি যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ছবি তোলার জন্য এই হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এর ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১৫,৮৬৪ টাকা। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে ১০০০ টাকা ছাড় পাওয়া যাবে এর সাথে।
Redmi Note 13 5G
রেডমি নোট ১৩ ৫জি মডেলে থাকা ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লের পিক ব্রাইটনেস ১০০০ নিটস এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর এবং ২৫৬ জিবি স্টোরেজ। ফটোগ্রাফির জন্য, এতে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। এর দাম ১৭,১৩৫ টাকা। ক্রেতারা হ্যান্ডসেটটি ১,০০০ টাকা ব্যাঙ্ক অফার সহ কিনতে পারবে।