রেডমির নতুন স্মার্টফোন Redmi Turbo 4 লঞ্চের পরপরই ফ্যানদের মন জয় করে নিল। গতকাল অর্থাৎ 2 জানুয়ারি বিকেলে এই ফোনটি লঞ্চ হয়েছিল। এরপর এটি বিক্রির জন্য উপলব্ধ হয়। যারপর রেডমির তরফে ঘোষণা করা হয়েছে যে, টার্বো 4 এর প্রথম দিনের সেল পূর্বসূরি মডেলের প্রথম দিনের সেলের চেয়ে 220% বেশি হয়েছে। চীনে এই রেডমি ফোনের দাম শুরু হয়েছে 1999 ইউয়ান থেকে (প্রায় 23,450 টাকা)। এতে আছে 20-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 50-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।
ডিসপ্লে: এই ফোনে 1220 x 2712 পিক্সেল রেজোলিউশন সহ 6.67-ইঞ্চি 1.5K OLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস লেভেল 3200 নিট। ডিসপ্লে সুরক্ষার জন্য এতে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 7i। ডিসপ্লেতে HDR10+ এবং Dolby Vision সাপোর্টও করবে।
স্টোরেজ ও প্রসেসর: এই ফোনটি 16 জিবি পর্যন্ত এলপিডিডিআর5এক্স র্যাম এবং 512 জিবি পর্যন্ত ইউএফএস 4.0 ইন্টারনাল স্টোরেজ অপশন সহ এসেছে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আল্ট্রা চিপসেট।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ডিভাইসে এলইডি ফ্ল্যাশসহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ওএস: অপারেটিং সিস্টেমের কথা বললে, এই ফোনটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক হাইপারওএস 2.0 কাস্টম স্কিনে চলে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে আছে 6550mAh ব্যাটারি। এই ব্যাটারি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
সিকিউরিটি: বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এই হ্যান্ডসেটে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।
কানেক্টিভিটি অপশন: এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে 5G, ডুয়েল ফোরজি ভোল্টি, ওয়াই-ফাই 6, ব্লুটুথ 6.0, জিপিএস এবং এনএফসি।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.