মোবাইল

নতুন বছরের প্রথম ফোন লঞ্চ করল শাওমি, ক্রেতাদের মন জয়ে হাজির Redmi Turbo 4

Updated on:

redmi turbo 4 launched in china price specs features

Redmi Turbo 4 নতুন বছরের প্রথম স্মার্টফোন হিসাবে আজ আনুষ্ঠানিক ভাবে চীনের বাজারে লঞ্চ হল। এটি আবার ভারতে পোকো ব্র্যান্ডের অধীনে Poco X7 Pro নামে আগামী 9 জানুয়ারি রিলিজ হতে চলেছে। রেডমির নয়া মডেলটি MediaTek Dimensity 8400 চিপসেটের প্রথম ফোন। চলুন দেখে নেই রেডমি টার্বো সিরিজের এই নতুন ডিভাইসে কেমন স্পেসিফিকেশন, ফিচার্স রয়েছে এবং কিনতে কত খরচ হবে।

Redmi Turbo 4 স্পেসিফিকেশন ও দাম

Redmi Turbo 4-এর সামনে একটি 6.67-ইঞ্চি TCL Huaxing 1.5K ফ্ল্যাট OLED ডিসপ্লে বর্তমান। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 3200 নিটস পিক ব্রাইটনেস, 1920 হার্টজ পিডব্লিউএম ডিমিং, HDR10+ এবং Dolby Vision সাপোর্ট করে। নতুন মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 Ultra প্রসেসর ফোনটিকে শক্তি সরবরাহ করে। ডিভাইসটি 12 জিবি /16 জিবি র‍্যাম এবং 128 জিবি/256 জিবি/512 জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে।

WhatsApp Community Join Now

ফটোগ্রাফির কথা বললে, রেডমি টার্বো 4 ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে। এতে OIS সহ একটি 50 মেগাপিক্সেল Sony LYT-600 প্রাথমিক ক্যামেরা ও একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফির জন্য, স্মার্টফোনটিতে 20 মেগাপিক্সেল সিঙ্গেল ফ্রন্ট ক্যামেরা আছে। 6,550 এমএএইচ ব্যাটারি ফোনের ইউএসপি। 90 ওয়াট ফাস্ট চার্জের সুবিধাও থাকছে।

রেডমি টার্বো 4 মডেলটির অন্যান্য ফিচার্সের মধ্যে থাকছে Android 15, IP68 পর্যন্ত রেটিং, ডুয়াল ফ্রিকোয়েন্সি জিপিএস ও মাল্টি ফাংশনাল এনএফসি। এবার আসি দামের কথায়। চীনে ফোনের বেস প্রাইস রাখা হয়েছে 1,999 ইউয়ান, ভারতীয় মুদ্রায় যা প্রায় 23,4888 টাকা। আর টপ এন্ড ভার্সনের মূল্য 2,499 ইউয়ান (প্রায় 29,433 টাকা)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন