2024 পেরিয়ে 2025-এ পা দিল বছর। গত বছরের ভুলভ্রান্তি ভুলে নতুন বছরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য রাখছে বিভিন্ন কোম্পানি। যাদের মধ্যে অন্যতম রেডমি। 2024 সালের প্রথম স্মার্টফোন লঞ্চ করছে চাইনিজ ব্র্যান্ডটি। মডেলটির নাম Redmi Turbo 4। এটি আগামীকাল অর্থাৎ 2 জানুয়ারি চীনে লঞ্চ হতে চলেছে। শাওমির চেয়ারম্যান ও সিইও লেই জুন সেই উপলক্ষে গতকাল ফোনটির ফার্স্ট লুক প্রকাশ করেছেন। এই ডিভাইসে একাধিক চমক থাকতে চলেছে। যেগুলি ক্রেতাদের উত্তেজনা বাড়ানোর জন্য যথেষ্ট।
Redmi Turbo 4 ডিজাইন
রেডমি টার্বো 4 এর ডিজাইন গোপন ছিল না। কারণ ফোনটির ক্লাউড হোয়াইট (সাদা) কালার ভ্যারিয়েন্টের ছবি সংস্থার তরফে আগেই প্রকাশ করা হয়েছিল। এদিন লেই জুনের হাতেও একই রঙে ফোনটি থাকতে দেখা গিয়েছে। ডিজাইন বেশ স্লিক ও ক্লিন বলা চলে। ব্যাক প্যানেলে লম্বালম্বি ভাবে অবস্থান করছে ডুয়েল ক্যামেরা সেটআপ।
Redmi Turbo 4 স্পেসিফিকেশন
স্পেসিফিকেশনের কথা বললে, রেডমি টার্বো 4 ফোনটি Dimensity 8400 Ultra চিপসেটের সঙ্গে আসবে বলে নিশ্চিত করা হয়েছে। এত বিশাল 6,550mAh ব্যাটারি ও IP69 রেটেড চ্যাসিস থাকবে। ব্যাটারিতে মিলবে 5 বছর ওয়ারেন্টি। ডিভাইসটি Redmi K80 স্মার্টফোনের ডাউনগ্রেড ভার্সন বলেও শোনা যাচ্ছে। রেডমি অবশ্য এর থেকে বেশি তথ্য সামনে আনেনি। তাই অফিসিয়াল স্পেসিফিকেশন জানতে আর একদিনের অপেক্ষা।
রিপোর্ট বলছে, রেডমি টার্বো 4-এর সামনে 1.5K রেজোলিউশনের 6.67 ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটিতে Android 15 নির্ভর HyperOS 2 সফটওয়্যার, 16 জিবি র্যাম, ও 512 জিবি স্টোরেজ মিলবে। ফটোগ্রাফির জন্য ব্যাকে 50 ও 8 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা ও সামনে 20 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা পাওয়া যাবে। অন্যান্য ফিচার্সের মধ্যে থাকছে 90W ফাস্ট চার্জিং, ডুয়াল স্পিকার, আইআর ব্লাস্টার, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।