শাওমি সম্প্রতি একটি লাইভ ব্রডকাস্টে নিশ্চিত করেছে যে, তাদের সাব-ব্র্যান্ড রেডমি এপ্রিলে লম্বা ব্যাটারি লাইফ সহ একটি নতুন হাই-পারফরম্যান্স স্মার্টফোন লঞ্চ করবে। সংস্থা আনুষ্ঠানিকভাবে এখনও ফোনটির নাম প্রকাশ না করলেও, সেটি Redmi Turbo 4 Pro হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, স্ট্যান্ডার্ড Redmi Turbo 4 জানুয়ারিতে Dimensity 8400 চিপসেটের সঙ্গে লঞ্চ হয়েছে। যেখানে আপকামিং প্রো ভেরিয়েন্টে Snapdragon 8s Elite প্রসেসর থাকবে বলে জল্পনা চলছে। লঞ্চের আগে ফোনটির আরও স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে।
এক চীনা টিপস্টারের দাবি, রেডমি টার্বো ৪ প্রো ফোনে ১.৫K রেজোলিউশন সহ ৬.৮ ইঞ্চি ফ্ল্যাট স্ক্রিন থাকবে। যদিও ডিসপ্লে ঠিক কী ধরনের হবে সেটা উল্লেখ করা হয়নি, তবে এটি টার্বো ৪-এর মতো একটি ওলেড স্ক্রিন হবে বলে মনে হচ্ছে। সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে, এটি একটি এলটিপিএস প্যানেল হবে যার চার পাশে পাতলা বেজেল থাকবে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে। নিরাপত্তার জন্য, এতে শর্ট-ফোকাস ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইন্টিগ্রেট করা হবে।
রেডমি টার্বো ৪ প্রো আপকামিং ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮এস এলিট প্রসেসরে চলবে। সাথে ৭,৫৫০ এমএএইচ ব্যাটারি ও ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। বড় ব্যাটারি থাকার ফলে ফোনটির ওজন ২১০ গ্রাম ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। জল এবং ধুলো থেকে রক্ষার জন্য আইপি৬৯ রেটেড চ্যাসিস থাকবে ফোনটিতে। ড্যুরাবিলিটি বাড়াতে মেটালের মিডল ফ্রেম ব্যবহার হতে পারে। পিছনে গ্লাস প্যানেল দেখা যেতে পারে।
উল্লেখ্য, চীনের বাইরের মার্কেটগুলিতে Redmi Turbo 4-এর নাম পরিবর্তন করে Poco X7 Pro হিসেবে বিক্রি হবে। পোকো এই মাসের শেষের দিকে বিশ্ব বাজারে Snapdragon 8 Gen 3 এবং Snapdragon 8 Elite চিপসেট দিয়ে Poco F7 Pro ও F7 লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। আর Poco F7 মে মাসে Redmi Turbo 4 Pro মডেলটির রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.