মোবাইল

Redmi Turbo 4 Pro: নতুন পিঙ্ক গোল্ড লুকে হাজির রেডমি টার্বো ৪ প্রো, দুর্দান্ত ক্যামেরা সহ আছে ৭৫৫০mAh ব্যাটারি

ঘোষণা মতো আজ Redmi Turbo 4 Pro এর নতুন কালার ভ্যারিয়েন্ট লঞ্চ হল। এই নতুন কালার ভ্যারিয়েন্টের নাম ‘পিঙ্ক গোল্ড’ (Pink Gold)। গোলাপি ও পিচ টোনের মিশেলে আশা এই কালার অপশন আলোতে ঝলমল করে ওঠে। গ্লিটার ফিনিশের মেটালিক টেক্সচার আর ম্যাট গ্লাস ব্যাক একসঙ্গে Redmi Turbo 4 Pro ফোনকে দিয়েছে একটা ঝকঝকে ফ্যাশন ফরওয়ার্ড লুক। যদিও নতুন কালার ছাড়া এর স্পেসিফিকেশন মূল মডেলের মতোই রাখা হয়েছে। আসুন এই ভ্যারিয়েন্টের দাম ও ফিচার জেনে নেওয়া যাক।

Redmi Turbo 4 Pro এর পিঙ্ক গোল্ড ভার্সনের দাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট

রেডমি টার্বো ৪ প্রো এর পিঙ্ক গোল্ড কালার অপশন একাধিক র‍্যাম ও স্টোরেজ কম্বিনেশনে পাওয়া যাবে। চীনে এর দাম শুরু হয়েছে ১,৮৯৯ ইউয়ান থেকে (প্রায় ২২,৬০০ টাকা)। নিচে প্রতিটি ভ্যারিয়েন্টের দাম দেওয়া হল –

১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: ১,৮৯৯ ইউয়ান (প্রায় ২২,৬০০ টাকা)

১৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: ২,১৯৯ ইউয়ান (প্রায় ২৬,২০০ টাকা)

১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ: ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৯,৮০০ টাকা)

১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ: ২,৬৯৯ ইউয়ান (প্রায় ৩২,২০০ টাকা)

১৬ জিবি র‌্যাম + ১ টিবি স্টোরেজ: ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৫,৮০০ টাকা)।

জানিয়ে রাখি, আন্তর্জাতিক বাজারে এই ফোনটিই Poco F7 নামে পরিচিত। যদিও এই নতুন কালার অপশন গ্লোবাল বাজারে উপলব্ধ নয়।

Redmi Turbo 4 Pro-এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি টার্বো ৪ প্রো স্মার্টফোনে আছে ৬.৮৩ ইঞ্চি ফ্ল্যাট এলটিপিএস ডিসপ্লে, যার রেজোলিউশন ১.৫কে। এখানে ব্যবহৃত হয়েছে M9 লুমিনাস ম্যাটেরিয়াল, সঙ্গে থাকছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৪৮০ হার্টজ টাচ স্যাম্পলিং। এই ডিসপ্লে HDR10+ ও ওয়েট-ফিঙ্গার টাচ সাপোর্ট করবে, অর্থাৎ ভেজা আঙুলেও স্ক্রিন ঠিকঠাক কাজ করবে।

পারফরম্যান্সের জন্য রেডমি টার্বো ৪ প্রো মডেলে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এর সামনে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। আর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ও ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Turbo 4 Pro মডেলে দেওয়া হয়েছে ৭,৫৫০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও ২২.৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে।

Tech Gup Desk

Recent Posts

BSNL, Jio ও Airtel এর সেরা কলিং ও ডেটা প্ল্যান, 180 দিনের ভ্যালিডিটি সহ রয়েছে দুর্দান্ত সুবিধা

অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…

11 hours ago

iQOO 15 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা করা হল

অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…

11 hours ago

মাত্র 6799 টাকায় Samsung Galaxy M07 স্মার্টফোন, রয়েছে দারুণ ক্যামেরা ও 90Hz ডিসপ্লে

উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…

11 hours ago

300 টাকার কমে Airtel এর সেরা সাত রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কল সহ ডেটা ও অনেক কিছু

Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…

23 hours ago

OnePlus 15 আগামীকাল লঞ্চ হচ্ছে, তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আর কি থাকবে

OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…

24 hours ago

Lava Shark 2 মাত্র 6799 টাকায় 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল

Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…

1 day ago

This website uses cookies.