Redmi Turbo 5 আসছে 9000mAh ব্যাটারি ও OLED ডিসপ্লের সঙ্গে, ফাঁস হল প্রধান স্পেসিফিকেশন

সম্প্রতি Redmi Turbo 5 স্মার্টফোনটিকে চীনের রেডিও সার্টিফিকেশন প্ল্যাটফর্মের ডেটাবেসে দেখা গিয়েছিল। তাই এটি শীঘ্রই বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। যদিও কোম্পানির তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি, তবে এখন এক টিপস্টারের সৌজন্যে ফোনটির কয়েকটি প্রধান স্পেসিফিকেশনগুলি সামনে এসেছে। আসুন এগুলি সর্ম্পকে বিশদে জেনে নেওয়া যাক।
সামনে এল Redmi Turbo 5 এর স্পেসিফিকেশন
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার সাম্প্রতিক ওয়েইবো পোস্টে দাবি করেছেন যে, Redmi Turbo 5 ফোনটি গোলাকার কোণযুক্ত ফ্ল্যাট ওলেড প্যানেল অফার করবে। এই স্ক্রিনে ১.৫কে রেজোলিউশন সাপোর্ট করবে এবং এতে আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। Redmi Turbo 4 মডেলে অপটিক্যাল ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকায় এটি একটি উল্লেখযোগ্য আপগ্রেড হবে। টিপস্টার Redmi Turbo 5 এর চিপসেটের নাম প্রকাশ না করলেও, তিনি জানিয়েছেন যে এতে বিশাল ৯,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন সিলিকন ব্যাটারি থাকবে। ব্যাটারিটি ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট করতে পারে।
মনে করা হচ্ছে, Redmi Turbo 5 ফোনে তার পূর্বসূরির মতোই একটি সাধারণ ডিজাইন দেখা যাবে। টিপস্টারের দাবি, ডিভাইসটি ওয়াটারপ্রুফিং রেটিং অফার করবে, যা ইঙ্গিত দেয় যে এর বডি আইপি৬৮/৬৯ (IP68/69) সার্টিফিকেশন সহ আসবে। শোনা যাচ্ছে, Redmi Turbo 5 হ্যান্ডসেটে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০ আল্ট্রা চিপসেট থাকবে। প্রসঙ্গত, এই প্রসেসরটি নভেম্বরে প্রথম Oppo Reno 15 Pro-এর সাথে বাজারে আসতে পারে।
Redmi Turbo 5 এর লঞ্চ টাইমলাইন
ডিজিটাল চ্যাট স্টেশন এও জানিয়েছেন যে Redmi Turbo 5 ফোনটি আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে চীনের বাজারে আসবে। আর গ্লোবাল মার্কেটে এটি প্রায় একই সময়ে Poco X8 Pro নামে আত্মপ্রকাশ করতে পারে।