Redmi-র সবচেয়ে বড় ব্যাটারির ফোন বাজারে আসছে, টেক্কা দেবে 10000mAh ব্যাটারির Honor Power 2

চীনা স্মার্টফোন ব্র্যান্ডগুলি এবছর ব্যাটারি ক্যাপাসিটি বাড়ানোর প্রতিযোগিতায় নেমেছে। আর এই লড়াইয়ে এগিয়ে রয়েছে Xiaomi-এর সাব-ব্র্যান্ড Redmi ও জনপ্রিয় ব্র্যান্ড Honor। ইতিমধ্যেই ব্র্যান্ড দুটি ৭০০০ এমএএইচের বেশি ক্যাপাসিটির ব্যাটারির ফোন বাজারে এনেছে। তবে আজ জনপ্রিয় এক টিপস্টার দাবি করেছেন যে, Redmi এই মুহূর্তে এমন একটি স্মার্টফোনের উপর কাজ করছে, যার ব্যাটারি ক্যাপাসিটি থাকবে ৮,৫০০ থেকে ৯,০০০ এমএএইচ-এর মধ্যে। এতে সিলিকন কার্বন প্রযুক্তির ব্যাটারি দেওয়া হবে।
Redmi আনছে ৮,৫০০ থেকে ৯,০০০mAh ব্যাটারির ফোন
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, Redmi তাদের আসন্ন ডিভাইসে উন্নত সিলিকন-কার্বন কম্পোজিট ব্যাটারি ব্যবহার করছে। এই ব্যাটারি বেশি পাওয়ার দেওয়ার পাশাপাশি ফোনকে ৮.৫ মিমির বেশি পুরু হতে দেবে না। টিপস্টারের এই তথ্য সঠিক হলে, এটি Redmi-র সবচেয়ে বড় ব্যাটারির স্মার্টফোন হবে।
Redmi Turbo 5 Pro থাকবে ৮,০০০mAh ব্যাটারি
উল্লেখ্য, আপকামিং Redmi Turbo 5 Pro ফোনে ৮,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে ইতিমধ্যেই জানা গিয়েছে। যেখানে পূর্বসূরি Turbo 4 Pro মডেলে ছিল ৭,৫৫০ এমএএইচ ব্যাটারি। তবে টিপস্টারের বলা স্মার্টফোনে আরও বেশি ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে।
Honor Power 2 আসতে পারে ১০,০০০mAh ব্যাটারির সাথে
রেডমির পাশাপাশি অনারও বড় ব্যাটারির ফোন বাজারে আনার জন্য কাজ করছে। রিপোর্ট সত্যি হলে, সাধারণ স্মার্টফোনের ক্ষেত্রে আসন্ন Honor Power 2 মডেলে আমরা প্রথমবার ১০,০০০ ব্যাটারি ব্যবহার হতে দেখবো। এত বড় ব্যাটারি আমরা রাগড ফোন বা ট্যাবলেটে দেখেছি। Power 2 মডেলটি এবছরের এপ্রিল মাসে লঞ্চ হওয়া Honor Power-এর আপগ্রেডেড ভার্সন হবে, যেখানে ৮,০০০ এমএএইচ ব্যাটারি ছিল।