৯০০০ টাকার কমে Samsung এর ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন, Galaxy A07 লঞ্চের আগে অফার

নতুন বছর শুরু হতেই স্মার্টফোন বাজারে হইচই পড়ে গেছে। জানা গেছে Samsung খুব শীঘ্রই Galaxy A07 5G লঞ্চ করতে চলেছে। তবে তার আগেই কোম্পানি তাদের এন্ট্রি-লেভেল বেস্ট সেলিং ফোন Galaxy A06 5G এর দাম কমানোর সিদ্ধান্ত নিল। ফ্লিপকার্টে এই ডিভাইসটি এখন এমন দামে পাওয়া যাচ্ছে, যা আপনাকে অবাক করবে। আজ্ঞে হ্যাঁ, এই 5G স্মার্টফোনটি ৯ হাজার টাকার কমে বিক্রি হচ্ছে।
ফ্লিপকার্টে Galaxy A06 5G কত দামে বিক্রি হচ্ছে
Samsung Galaxy A06 5G এর বেস ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল ১০,৪৯৯ টাকায়। তবে এখন ফ্লিপকার্টে এটি বিক্রি হচ্ছে মাত্র ৯,১৮৮ টাকায়। অর্থাৎ সরাসরি ১,৩১১ টাকা কমে পাওয়া যাচ্ছে। এখানেই শেষ নয়, অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে আরও ৪৫০ টাকা ছাড় মিলছে। এরপর আপনি এই হ্যান্ডসেটটি কিনতে পারবেন ৮,৭২৮ টাকায়।
Samsung Galaxy A06 5G এর ডিসপ্লে ও ক্যামেরা
স্যামসাং গ্যালাক্সি এ০৬ মডেলে রয়েছে ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ক্যামেরা সেটআপ খুব ভালো না হলেও কাজের। পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর উপস্থিত। সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
প্রসেসর ও সফটওয়্যার
এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে চলে। Samsung এতে চার বছর ধরে ওএস আপডেট ও চার বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার কথা বলেছে।
ব্যাটারি ও সিকিউরিটি
Galaxy A06 5G হ্যান্ডসেটে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। স্মার্টফোনটি IP54 রেটিং সহ আসায় হালকা জলের ছিটে বা ধুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। এছাড়া এতে Samsung Knox Vault ও Voice Focus ফিচারও দেওয়া হয়েছে, যা সিকিউরিটি ও কল কোয়ালিটি দুটোই উন্নত করে।

