আপনি যদি স্যামসাং ফোনের ভক্ত হন এবং ব্র্যান্ডের নতুন ফোন কিনতে চান, তাহলে আপনি অ্যামাজনে ঢুঁ মারতে পারেন। ই-কমার্স সাইটে Samsung Galaxy F15 5G অনেক কম দামে পাওয়া যাচ্ছে। স্যামসাংয়ের এই মিড রেঞ্জের স্মার্টফোনটি বর্তমানে 5000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে। Galaxy F15 5G-এর বিশেষ ফিচারের মধ্যে রয়েছে 6000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ক্যামেরা। এই ডিভাইসের সাথে 4 বছরের অপারেটিং সিস্টেম আপডেট পাওয়া যাবে।
Samsung Galaxy F15 5G ফোনে আকর্ষণীয় ছাড়
স্যামসাং গ্যালাক্সি F15 5G এর 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজনে 11,114 টাকায় কেনা যাবে। ব্যাঙ্ক অফারের মাধ্যমে আরও কমে ডিভাইসটি কেনা যাবে। ওয়ানব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে এই ফোন কিনলে মিলবে অতিরিক্ত 500 টাকা ছাড়।
এই ছাড়ের পর এটি 10,614 টাকায় কেনা যাবে। আবার পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে 9,800 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। উল্লেখ্য ফোনটি 15,999 টাকায় লঞ্চ হয়েছিল।
Samsung Galaxy F15 5G এর ফিচার ও স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি F15 5G স্মার্টফোনটি 6.5 ইঞ্চি ফুল HD+ সুপার AMOLED ডিসপ্লে সহ এসেছে। এই ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ প্রসেসর দেওয়া হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এথ স্টোরেজ 1 টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটি 4 বছর ধরে ওএস আপডেট পাবে। অর্থাৎ এতে অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত সফ্টওয়্যার আপডেট পাওয়া যাবে। এই ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য এই ডিভাইসে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এতে ভিডিও ডিজিটাল স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করবে। এতে রয়েছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।