সুমন পাত্র, কলকাতা: আজকাল যেসব স্মার্টফোন বাজারে আসছে তাতে একটি বিষয়ের উপর বিশেষ নজর দিচ্ছে ব্র্যান্ডগুলি। এটি হল সফ্টওয়্যার সাপোর্ট বা অপারেটিং সিস্টেম। বর্তমানে Android 15 ভার্সন বাজারে উপলব্ধ। আগামী বছর আসবে অ্যান্ড্রয়েড ১৬, তার পর ১৭, ১৮। অতদিন যাতে ফোনে সফ্টওয়্যার সাপোর্ট নিশ্চিত করা যায় সেই দিকটি খেয়াল রেখেছে Samsung, Apple-সহ একাধিক কোম্পানি। এছাড়াও আর কোন কোন ব্র্যান্ড লম্বা সময় ধরে সফ্টওয়্যার আপডেট দেবে আসুন জেনে নেওয়া যাক।
Google Pixel
গুগলই হল প্রথম স্মার্টফোন ব্র্যান্ড, যারা সাত বছর পর্যন্ত সফ্টওয়্যার আপডেট ঘোষণা করেছিল। পিক্সেল ৮ সিরিজ থেকে শুরু করে, প্রতিটি ডিভাইস সাত বছরের জন্য অপারেটিং সিস্টেম এবং সুরক্ষা আপডেট পাবে। এর মধ্যে সম্প্রতি বাজারে আসা গুগল পিক্সেল ৯এ ফোনও রয়েছে। এই ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৫ থেকে অ্যান্ড্রয়েড ২২ পর্যন্ত আপডেট পাওয়া যাবে।
Samsung Galaxy
স্যামসাং সাত বছরের জন্য প্রধান ওএস আপগ্রেড এবং নিরাপত্তা আপডেট দিয়ে থাকে। তবে শুধুমাত্র তার ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস এবং গ্যালাক্সি জেড সিরিজের মডেলগুলির জন্য। গ্যালাক্সি এস২৪ সিরিজেও পাওয়া যাবে। কোম্পানি সম্প্রতি নিশ্চিত করেছে যে, গ্যালাক্সি এস২৪ সিরিজটি সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান UI ৭ থেকে অ্যান্ড্রয়েড পর্যন্ত আপডেট পেতে থাকবে।
Apple iPhone
সফ্টওয়্যার আপডেটের ক্ষেত্রে অ্যাপলও কোনও অংশে কম নয়। সমস্ত যোগ্য আইফোনে রয়েছে লম্বা সময়ের জন্য ওএস আপডেট। এমনকী যদি সেগুলি চার বা পাঁচ বছর বয়সী ডিভাইসও হয় তাহলেও পাবেন। যা অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে দেখা যায় না। অ্যাপল পাঁচ বছর পর্যন্ত ওএস আপডেট অফার করে থাকে। তবে অনেক পুরানো ডিভাইসগুলিতে গুরুত্বপূর্ণ সুরক্ষা আপডেটও দিচ্ছে সংস্থা। উদাহরণস্বরূপ, কেউ যদি ২০২৫ সালে আইওএস ১৮ চালিত একটি আইফোন ১৬ কেনে, তাহলে সে ২০২৯ পর্যন্ত আইওএস আপডেট পাবে।
Oppo এবং OnePlus
OPPO Find X8 এবং Find X8 Pro এর মতো ফ্ল্যাগশিপ মডেলগুলিতে চার বছরের সফ্টওয়্যার আপডেট পাওয়া যায় এবং ছয় বছরের নিরাপত্তা আপডেট মেলে। অপরদিকে, OnePlus 13R এবং OnePlus 13 এই দুই স্মার্টফোনে চার বছরের সফ্টওয়্যার আপডেট এবং ছয় বছরের নিরাপত্তা আপডেট দেয় ওয়ানপ্লাস।
Vivo এবং iQOO
আইকিউ সম্প্রতি ঘোষণা করেছে যে, iQOO 12 স্মার্টফোনে চার বছর সফ্টওয়্যার আপডেট এবং পাঁচ বছরের নিরাপত্তা আপডেট পাওয়া যাবে। iQOO-এর অভিভাবক সংস্থা Vivo, তাদের হাইএন্ড স্মার্টফোন, যেমন Vivo X200 সিরিজের জন্য চার বছরের ওএস আপডেট এবং পাঁচ বছরের নিরাপত্তা আপডেট অফার করছে।