মোবাইল

দমদার প্রসেসর সহ Samsung Galaxy A06 5G দেবে সস্তায় ফাটাফাটি পারফরম্যান্স, উপস্থিত হল Geekbench-এ

Published on:

Samsung Galaxy A06 5G india launch soon Spotted Geekbench with Mediatek Dimensity 6300 processor

স্যামসাং শীঘ্রই ভারতে একটি নতুন বাজেট স্মার্টফোন Samsung Galaxy A06 5G লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এর 4G মডেল গত সেপ্টেম্বরে ভারতে এসেছিল। সম্প্রতি এই ফোনের 5G ভার্সন জিএসএমএ ডেটাবেসে উপস্থিত হয়েছিল এবং জানা গিয়েছিল ফোনটির নাম রাখা হবে Galaxy A06 5G। এটিই হতে পারে কোম্পানির A0 সিরিজের প্রথম 5G ফোন। এখন আবার ডিভাইসটি বেঞ্চমার্ক সাইট Geekbench-এ অন্তর্ভুক্ত হল। এখান থেকে কি কি তথ্য সামনে এল দেখে নেওয়া যাক।

Samsung Galaxy A06 5G কে দেখা গেল Geekbench-এ

স্যামসাং গ্যালাক্সি A06 5G বেঞ্চমার্ক সাইটে ‘SM-A066B’ মডেল নম্বর সহ উপস্থিত হয়েছে। জানা গেছে এটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে চলবে। অবশ্যই আমরা এতে ওয়ান‌ ইউআই 7 কাস্টম স্কিন পাবো। আবার এখানে 4 জিবি র‌্যাম সহ অন্তর্ভুক্ত হয়েছে স্যামসাং গ্যালাক্সি A06 5G। তবে আশা করা যায় লঞ্চের সময় এর আরও অনেক র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর ব্যবহার করা হবে।

WhatsApp Community Join Now

স্যামসাং গ্যালাক্সি A06 5G কিছুদিন আগে Wi-Fi Alliance সার্টিফিকেশন সাইটের অনুমোদনও পেয়েছিল। এছাড়া আগেই বলেছি সম্প্রতি জিএসএমএ ডেটাবেসে একে দেখা গেছে।‌ ফলে বলা যায় যে, ফোনটি শীঘ্রই লঞ্চ হতে চলেছে।

স্যামসাং গ্যালাক্সি A06 এর ফিচার

স্যামসাং গ্যালাক্সি A06 ভারতে 6.7-ইঞ্চি LCD স্ক্রিন সহ লঞ্চ হয়েছিল, যা HD+ রেজোলিউশন, 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটারড্রপ-স্টাইল নচ। এটি মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

এতে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি রয়েছে। স্যামসাং একই স্পেসিফিকেশন সহ Galaxy A06 5G অফার করবে বলে আশা করা হচ্ছে। কেবল কিছু জায়গায় আপগ্রেড দেখা যাবে। A-সিরিজের ফোনগুলির মতো, Samsung Galaxy A06 5G -ও ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এর দাম Galaxy A06 4G এর তুলনায় কিছুটা বেশি রাখা হতে পারে। উল্লেখ্য, 4G মডেলের 4 জিবি + 64 জিবি মডেলের দাম 9,999 টাকা এবং 4 জিবি +128 জিবি ভ্যারিয়েন্টের দাম 11,499 টাকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন