অবশেষে আজ ভারতে লঞ্চ হল Samsung Galaxy A06 5G। ‘কাজের জন্য ৫জি’ ট্যাগলাইন সহ এই ফোনটি বাজারে এসেছে। ডিভাইসটি বাজেট রেঞ্জে লঞ্চ হয়েছে এবং এতে এক ডজন 5G ব্যান্ড সাপোর্ট করে। Samsung Galaxy A06 5G ডিভাইসে ভয়েস ফোকাসের মতো ফিচার আছে এবং এতে ৪ বছর পর্যন্ত আপডেট পাওয়া যাবে। আসুন এর দাম ও সমস্ত স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Samsung Galaxy A06 5G এর ভারতে দাম ও অফার
স্যামসাং গ্যালাক্সি এ০৬ ৫জি স্মার্টফোনটি কালো, ধূসর এবং হালকা সবুজ কালার ভ্যারিয়েন্টে এসেছে। এর ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১০,৪৯৯ টাকা। আবার এর ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৪৯৯ টাকা। আর এর ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১২,৯৯৯ টাকায় কেনা যাবে।
লঞ্চ অফারের কথা বললে, স্যামসাং কেয়ার+ প্যাকেজে ১২৯ টাকার বিনিময়ে এক বছরের স্ক্রিন প্রোটেকশন বেনিফিট পাওয়া যাবে। আবার ফোনটি ইএমআই অফারে কেনা যাবে। কোম্পানির ওয়েবসাইট, রিটেল আউটলেট এবং অন্যান্য অফলাইন শপ থেকে স্যামসাং গ্যালাক্সি এ০৬ ৫জি কেনা যাবে।
Samsung Galaxy A06 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
স্যামসাং গ্যালাক্সি এ০৬ ৫জি স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য এমটিকেডি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এতে র্যাম প্লাস ফিচার সহ ১২ জিবি পর্যন্ত র্যাম পাওয়া যাবে। এই ডিভাইসে ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর সহ ডুয়াল সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
Samsung Galaxy A06 5G ফোনে ২০:৯ অ্যাসপেক্ট রেশিও সহ ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিভাইসটি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে এবং এই ব্যাটারি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ানইউআই ৭ কাস্টম স্কিনে চলবে।