Samsung গত বছর সেপ্টেম্বরে ভারতে Galaxy A06 লঞ্চ করেছিল। এটি একটি বাজেট 4G ফোন হিসেবে বাজারে উপলব্ধ। বিভিন্ন সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ফোনটির 5G ভার্সন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। জল্পনা সত্যি করে কয়েকদিন আগে Galaxy A06 5G মডেলের সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এবার ফোনটির স্টোরেজ অপশন এবং দাম প্রকাশ্যে চলে এল।
টিপস্টার অভিষেক যাদব তাঁর এক্স পোস্টে স্যামসাং গ্যালাক্সি এ০৬ ৫জি-এর দাম প্রকাশ করেছেন। এটি তিনটি স্টোরেজ অপশনে উপলব্ধ হবে। ৪ জিবি + ৬৪ জিবি মডেলের দাম হবে ১২,৪৯৯ টাকা। আর ৪ জিবি + ১২৮ জিবি এবং ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে যথাক্রমে ১৩,৯৯৯ টাকা ও ১৫,৪৯৯ টাকা।
গ্যালাক্সি এ০৬ ৫জি-তে ৬.৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে থাকবে বলে ফাঁস হওয়া এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ফোনটিকে পাওয়ার সরবরাহ করবে। অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর ওয়ান ইউআই ৭.০ এবং চারটি মেজর সিস্টেম আপগ্রেড মিলবে এতে। আইপি৬৪ রেটিং থাকার ফল জল ও ধুলো থেকে সুরক্ষিত থাকবে স্যামসাং কোম্পানির এই আপকামিং ফোন।
ফটোগ্রাফির জন্য, ফোনটির পিছনের প্যানেলে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা পাওয়া যাবে। সেলফি ও ভিডিয়ো কলের জন্য ফ্রন্টে একটি ৮ মেগাপিক্সেল সেন্সর উপলব্ধ হবে। দাম ও স্পেসিফিকেশন বিবেচনা করলে, এটি দেশের সেরা এন্ট্রি-লেভেল ফোনগুলির মধ্যে একটি হতে পারে। স্যামসাং আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতে লঞ্চের ঘোষণা করতে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.