মোবাইল

৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরার Samsung Galaxy A16 5G সবচেয়ে কম দামে, ৬ বছরে খারাপ হবে না

Published on:

Samsung Galaxy a16 5G with 50mp triple rear camera 6 years update lowest price ever in Amazon

স্যামসাং এখন বাজেট ফোনেও দুর্দান্ত ফিচার অফার করে। আপনি ২০ হাজার টাকার রেঞ্জের ডিভাইসেও অত্যাধুনিক স্পেসিফিকেশনে পাবেন। এই রেঞ্জের জনপ্রিয় একটি স্মার্টফোন হল Samsung Galaxy A16 5G। এই হ্যান্ডসেটে পাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি। আর এর সাথে ৬ বছর ধরে অ্যান্ড্রয়েড ও সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। ফোনটি এখন লোভনীয় অফার সহ কেনা যাচ্ছে।

Samsung Galaxy A16 5G এর দাম

অফারের পর অ্যামাজনে এই মুহূর্তে স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৪৯৯ টাকা। আর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১৯,৯৯৯ টাকা।

আরও পড়ুন:  সবথেকে শক্তিশালী ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে Redmi Turbo 4 Pro, চার্জ দিতে ভুলে যাবেন!

এদিকে এইচডিএফসি ও এসবিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি কেনার ক্ষেত্রে ১,০০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পাবেন। ৭৫০ টাকা ছাড় দেওয়া হবে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের।

Samsung Galaxy A16 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি স্মার্টফোনে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস Super AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রেজোলিউশন ১০৮০ x ২৩৪০ পিক্সেল, অ্যাসপেক্ট রেশিও ১৯.৫: ৯ এবং রিফ্রেশ রেট ৯০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ানইউআই ৬.০ কাস্টম স্কিনে চলবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন:  মোটোরোলার চারটে ফোনের দাম ফাঁস হল, স্টোরেজ থাকবে প্রচুর, মেমরি কার্ডকে বলুন গুড বাই

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A16 5G স্মার্টফোনের ব্যাক সাইডে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। হ্যান্ডসেটটির পিছনে ফ্ল্যাশ উপস্থিত। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য সামনে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।