লঞ্চের আগে Samsung Galaxy A17 4G ও Galaxy S25 FE পেল গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন

Samsung বাজারে নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। Galaxy A ও S সিরিজের বেশ কয়েকটি ডিভাইসকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে। এর মধ্যে অন্যতম Samsung Galaxy A17 4G ও Galaxy S25 FE। আজ উভয় স্মার্টফোনকে ইন্দোনেশিয়ার SDPPI সার্টিফিকেশনে সাইটে দেখা গেছে। অন্যান্য সার্টিফিকেশন সাইটের মতো এখানেও Galaxy A17 4G হ্যান্ডসেটটি SM-A175F এবং Galaxy S25 FE ফোনটি SM-S731B মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে।
Samsung Galaxy A17 4G ও Galaxy S25 FE তালিকাভুক্ত হল SDPPI সাইটে
সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পাওয়ার অর্থ Galaxy A17 4G ও Galaxy S25 FE শীঘ্রই ইন্দোনেশিয়ার বাজারে লঞ্চ হতে চলেছে। এর আগে প্রথম মডেলটি জিসিএফ, ব্লুটুথ এসআইজি এবং ওয়াইফাই অ্যালায়েন্স থেকেও অনুমোদন পেয়েছে। আর Galaxy S25 FE ডিভাইসটি এনবিটিসি, ইপিআরইএল, এফসিসি, টিইউভি রেইনল্যান্ড, ডব্লিউপিসি, গিকবেঞ্চ প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত হয়েছে।
Samsung Galaxy S25 FE এর স্পেসিফিকেশন ফাঁস
বিভিন্ন ওয়েবসাইট ও টিপস্টারদের দৌলতে জানা গেছে যে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই ফোনে ব্যবহার করা হবে এক্সিনস ২৪০০ চিপসেট। এই ডিভাইসে ১৩ শতাংশ উন্নত কুলিং সিস্টেম থাকতে পারে। আর অপারেটিং সিস্টেম হিসেবে এতে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ওয়ান ইউআই ৮ কাস্টম স্কিন। এতে বিভিন্ন AI ফিচার পাওয়া যাবে।
Galaxy S25 FE এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড প্যানেল, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৯০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। স্মার্টফোনটির সামনে ও পিছনে থাকবে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর সুরক্ষা। এদিকে ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল টেলিফটো (৩x জুম) লেন্স এবং ১২ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy S25 FE মডেলে দেওয়া হবে ৪৯০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি আইপি৬৮ রেটিং সহ আসবে। এটি পাঁচটি কালার অপশনে পাওয়া যাবে – নেভি, ডার্ক ব্লু, লাইট ব্লু, ব্ল্যাক এবং হোয়াইট।