Samsung Galaxy A17 4G পনেরো হাজার টাকার রেঞ্জে 6 বছর পর্যন্ত আপডেট ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে

Samsung এই মুহূর্তে নতুন A সিরিজের নতুন স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে। এই ডিভাইসের নাম Galaxy A17 4G। এটি গত কোয়ার্টারে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যান্ড্রয়েড ফোন Galaxy A16 5G এর উত্তরসূরি মডেল হিসেবে আসছে। আজ কেনিয়ার একটি রিটেল স্টোর থেকে Galaxy A17 4G ফোনের দাম, স্পেসিফিকেশন এবং ডিজাইন সম্পর্কে জানা গেছে। আসা করা হচ্ছে যে, হ্যান্ডসেটটি শীঘ্রই লঞ্চ হবে।

Samsung Galaxy A17 4G এর দাম (ফাঁস)

গ্যাজেটসলিও রিটেল স্টোর থেকে সামনে এসেছে যে Samsung Galaxy A17 4G এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৪০০ কেনিয়ান শিলিং, যা প্রায় ১৫,৩০০ টাকার সমান। যদিও অন্য স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকবে কিনা তা জানা যায়নি।

Samsung Galaxy A17 4G এর ডিজাইন ও ফিচার

গত বছরের মডেলের তুলনায় আসন্ন স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোনে সামান্য পাতলা বেজেল সহ পাতলা বডি দেখা যাবে। এর পিছনে পিল আকৃতির ক্যামেরা আইল্যান্ড উপস্থিত। ডিভাইসটি ট্রিপল ক্যামেরা সেটআপ সহ আসবে। এতে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পারফরম্যান্সের জন্য Galaxy A17 4G স্মার্টফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। আর ডিভাইসটির সামনে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন পাওয়া যাবে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ২৫ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

আর Galaxy A17 4G ছয়টি অ্যান্ড্রয়েড ভার্সন আপগ্রেড এবং ছয় বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবে বলে জানানো হয়েছে। বাজেট রেঞ্জের ফোনে এই ধরনের সুবিধা বিরল।