ট্রিপল রিয়ার ক্যামেরা ও তিনটি রঙে বাজারে আসছে Redmi 15, ফাঁস হল ছবি সহ ফিচার

গত কয়েক সপ্তাহ ধরে Redmi 15 সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছে। যদিও কোম্পানির তরফে এর লঞ্চের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে অনলাইনে আজ এর কিছু রেন্ডার ফাঁস হয়েছে। যেখান থেকে ডিজাইন ও ফিচার সম্পর্কে জানা গেছে। জনপ্রিয় টিপস্টার আর্সেন লুপিন, Redmi 15 এর এই ছবিগুলি শেয়ার করেছেন। ডিভাইসটির সামনে পাঞ্চ হোল ডিজাইনের ডিসপ্লে থাকবে, যার কাট আউট স্ক্রিনের মাঝ বরাবর উপরের দিকে অবস্থান করবে। আর এর নিচের অংশে চওড়া বেজেল দেখা যাবে।

Redmi 15 তিনটি রঙে আসবে

ছবিগুলি থেকে পরিষ্কার হয়েছে যে, Redmi 15 কালো, উজ্জ্বল সোনালি এবং হালকা বেগুনি রঙে পাওয়া যাবে। বেগুনি মডেলের ব্যাক প্যানেলে থাকবে বালির ঢেউয়ের মতো কারুকাজ, যা দেখতে বেশ আকর্ষণীয়। অন্য দুটি রঙে তেমন কোনো প্যাটার্ন থাকবে না, একেবারে সাধারণ ফিনিশ দেখা যাবে। আর সমস্ত মডেলের নিচে বাম দিকে Redmi লোগো থাকবে।

ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে

ফটোগ্রাফির জন্য রেডমি ১৫ স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে, যা উপরে বাম দিকে অবস্থান করবে। তিনটি ক্যামেরাই এক লাইনে সাজানো থাকবে, আর প্রথম ক্যামেরার ডানদিকে থাকবে এলইডি ফ্ল্যাশ। যদিও ছবিগুলি থেকে পাওয়ার বাটন, ভলিউম কী এর অবস্থান জানা সম্ভব হয়নি।

আগেই বলেছি, কোম্পানির তরফে এখনও Redmi 15 ফোনের লঞ্চের বিষয়ে কিছু জানানো হয়নি। তবে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রতি একটি ডিভাইসের টিজার শেয়ার করা হয়েছে। মনে করা হচ্ছে এটি Redmi 15 হতে পারে। টিজার থেকে জানা গেছে, স্মার্টফোনটি শক্তিশালী ব্যাটারি সহ বাজারে আসবে।

উল্লেখ্য, Redmi 15 এর 4G ভার্সন কে কিছুদিন আগে একটি ইতালির রিটেল সাইটে অন্তর্ভুক্ত করা হয়। এখান থেকে জানা যায় যে, এতে ৬.৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লে ও ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। আর ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস কাস্টম স্কিনে চলবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হবে ৭০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি আইপি৬৪ রেটিং সহ আসবে।