মোবাইল

Samsung Galaxy A26-এর রেন্ডার ফাঁস, থাকবে 5000mah ব্যাটারি ও 120hz স্ক্রিন

Published on:

Samsung Galaxy a26 leaked render reveals design launch soon

Samsung-এর গ্যালাক্সি S25 সিরিজ জানুয়ারিতে বাজারে এসেছে। এবার দক্ষিণ কোরিয়ান সংস্থাটির বিভিন্ন মিড-রেঞ্জ ও বাজেট ফোন লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই জানা গিয়েছে যে Galaxy A26, A36, ও A56 বাজারে আসতে বেশি দেরি নেই। অফিসিয়াল লুকিং রেন্ডার থেকে এখনও পর্যন্ত A36 এবং A56 মডেল দুটির ডিজাইন সামনে এসেছিল। আর এখন, A26 5G ফোনটিরও ফার্স্ট লুক প্রকাশ হয়েছে।

টিপস্টার আর্সেন লুপিন Samsung Galaxy A26 5G-এর রেন্ডার প্রকাশ করেছে। অবাক করার মতো বিষয় হল, কোম্পানি এখনও নচ ডিসপ্লেতে আটকে আছে। এই স্মার্টফোনের সামনে ওয়াটারড্রপ স্টাইলের নচ রয়েছে। ব্যাক প্যানেলের ডিজাইন A36 ও A56-এর মতো। সেখানে তিনটি ক্যামেরা পিল আকৃতির এক ক্যামেরা মডিউলের মধ্যে রাখা হয়েছে। ফ্ল্যাশ ক্যামেরা মডিউলের বাইরে অবস্থিত।

Galaxy A26 5G সাদা, কালো এবং মিন্ট সবুজ রঙের ভেরিয়েন্টে পাওয়া যাবে। আগের একটি প্রতিবেদন অনুযায়ী, ফোনটিতে ৬.৬৪ ইঞ্চি অথবা ৬.৬৭ ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকবে। ফোনটির পরিমাপ ১৬৪ x ৭৭.৫ x ৭.৭ মিমি এবং ওজন ২০৯ গ্রামের আশেপাশে থাকতে পারে। অর্থাৎ বড়, কিন্তু হালকা এবং পাতলা হবে ফোনটি।

পাওয়ার ব্যাকআপের জন্য, স্যামসাং গ্যালাক্সি এ লাইনআপের এই নতুন মডেলে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকতে পারে। সফটওয়্যারের প্রসঙ্গে বলতে গেলে, Galaxy A26 5G-তে থাকবে Android 15 সংস্করণ, যা স্যামসাং এবং গুগলের লেটেস্ট ফিচার্স ও সিকিউরিটি ইমপ্রুভমেন্ট প্রদান করবে। এটি খুব শীঘ্রই বাজারে আসতে পারে। কারণ পূর্বসূরী মডেল লঞ্চের এক বছরেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে।