জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে শুরু হচ্ছে SASA LELE সেল। এই সেলে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনে বাম্পার ডিসকাউন্ট দেওয়া হবে। অনেক সস্তায় কেনা যাবে Samsung, Google, Moto ব্র্যান্ডের ফোন। তবে এই প্রতিবেদনে আমরা Samsung Galaxy A35 5G ডিভাইসের সাথে পাওয়া অফার সম্পর্কে বলবো। উল্লেখ্য, Flipkart SASA LELE সেল শুরু হচ্ছে ২ মে থেকে।
গত বছর মার্চ মাসে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি এর সঙ্গে লঞ্চ হয় স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি। লঞ্চের সময় এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৩০,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল ৩৩,৯৯৯ টাকা।
তবে ফ্লিপকার্ট সাসা লেলে সেলে স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ২৫,৯৯৯ টাকায় কেনা যাবে। এর সাথে পাওয়া যাবে অতিরিক্ত ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফার। যারপর ডিভাইসটি মাত্র ১৯,৯৯৯ টাকায় আপনার হতে পারে। অর্থাৎ সেলে ১১ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যেতে পারে।
স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনের সামনে আছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনোস ১৩৮০ প্রসেসর দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য Galaxy A35 5G স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (OIS সহ), ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ও ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
এদিকে IP67 সহ আসা এই স্যামসাং ডিভাইসে সিকিউরিটির জন্য আছে Knox Vault এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.