Samsung Galaxy A57, A37 ও A07 5G কখন লঞ্চ হবে, ফাঁস হল গুরুত্বপূর্ণ তথ্য

Samsung খুব শীঘ্রই তাদের জনপ্রিয় Galaxy A-সিরিজে নতুন মডেল যোগ করতে চলেছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, Galaxy A07 5G এই মাসেই বাজারে আত্মপ্রকাশ করবে। আর একটু অপেক্ষা করলে ফেব্রুয়ারি মাসে দেখা মিলতে পারে Galaxy A37 5G ও Galaxy A57 5G মডেলের। যদিও অফিসিয়াল ঘোষণা এখনো হয়নি, তবে ফাঁস হওয়া তথ্যগুলি বেশ পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে। ফলে বলতে দ্বিধা নেই যে, বছরের শুরুতেই মিড-রেঞ্জ ও বাজেট 5G সেগমেন্টে Samsung ঝড় তুলতে চলেছে।

Galaxy A37 5G ও Galaxy A57 5G এর ডিসপ্লে ও ডিজাইন

Galaxy A57 5G ও A37 5G ডিভাইসে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ, আর ব্রাইটনেস প্রায় ১২০০ নিটস পর্যন্ত থাকতে পারে। উভয় মডেলে IP67 রেটিং থাকার সম্ভাবনাও আছে, অর্থাৎ ধুলো ও জল নিয়ে চিন্তা করতে হবে না। তবে ডিজাইনে বড় কোনো চমক দেখা যাবে না।

প্রসেসর ও পারফরম্যান্স

Galaxy A57 5G মডেলে ব্যবহার করা হবে এক্সিনস ১৫৮০ চিপসেট। অন্যদিকে Galaxy A37 5G আসতে পারে স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ বা স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসরের সাথে। কোনটা চূড়ান্ত হবে, সেটা এখনও পরিষ্কার নয়। যাইহোক, দৈনন্দিন ব্যবহার, সোশ্যাল মিডিয়া, ভিডিও স্ট্রিমিং আর হালকা গেমিংয়ের জন্য এই চিপগুলি যথেষ্ট হবে বলেই ধরে নেওয়া যায়।

ব্যাটারি ও চার্জিং

উভয় হ্যান্ডসেটেই ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এই ব্যাটারি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ক্যামেরা ও স্মার্ট AI ফিচার

Galaxy A57 5G মডেলে ফটোগ্রাফির জন্য থাকতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। আর Galaxy A37 5G ডিভাইসের আল্ট্রা-ওয়াইড লেন্সের রেজোলিউশন হবে ৮ মেগাপিক্সেল। সামনে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। সঙ্গে Samsung এর নতুন “Awesome Intelligence” ফিচার, যেমন অবজেক্ট রিমোভাল বা সার্কেল টু সার্চ থাকবে।