Samsung আগামী সপ্তাহে গ্যালাক্সি A সিরিজের তিনটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে: Galaxy A56, Galaxy A36 এবং Galaxy A26। স্যামসাং গতকাল ফোনটির লঞ্চের তারিখ প্রকাশ করে জানিয়েছে যে, আগামী ২ মার্চ ডিভাইসগুলি বাজারে আসবে। এদিকে লঞ্চের তারিখ সামনে আসতেই জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব, Galaxy A56 ও Galaxy A36 এর দাম ফাঁস করেছেন। আসুন মডেল দুটি কিনতে কত খরচ হবে দেখে নেওয়া যাক।
টিপস্টার অভিষেক যাদব দাবি করেছেন যে, স্যামসাং গ্যালাক্সি এ৫৬ এর দাম শুরু হবে ৪১,৯৯৯ টাকা থেকে। আর এর টপ ভ্যারিয়েন্টের দাম থাকবে ৪৭,৯৯৯ টাকা। এদিকে গ্যালাক্সি এ৩৬ এর মূল্য শুরু হবে ৩২,৯৯৯ টাকা থেকে। আর এর টপ ভ্যারিয়েন্টের দাম হবে ৩৮,৯৯৯ টাকা।
স্যামসাং গ্যালাক্সি এ৫৬ এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের মূল্য ধার্য করা হবে ৪১,৯৯৯ টাকা। আর এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম ৪৪,৯৯৯ টাকা এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ হাই-এন্ড মডেলের দাম ৪৭,৯৯৯ টাকা রাখা হতে পারে।
স্যামসাং গ্যালাক্সি এ৩৬ এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হতে ৩২,৯৯৯ টাকা। এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৫,৯৯৯ টাকা এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৮,৯৯৯ টাকা।
স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের নতুন স্মার্টফোনগুলিতে উন্নত ফিচার ও নতুন ডিজাইন থাকবে। স্যামসাংয়ের এই ডিভাইসগুলি ছয় বছরের ওএস আপডেট পাবে। আর স্যামসাং গ্যালাক্সি এ২৬, এ৩৬ এবং এ৫৬ এর পিছনে পিল সাইজের ক্যামেরা আইল্যান্ড থাকবে।
ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এ৫৬ মডেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা থাকবে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে এক্সিনস ১৫৮০ প্রসেসর। এতে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে, যা মাল্টিটাস্কিং এবং গেমিংয়ের জন্য দুর্দান্ত। এদিকে স্যামসাং গ্যালাক্সি এ৩৬-এ স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপ পাওয়া যাবে। এই ফোনে ১২০ হার্টছ রিফ্রেশ রেটের ৬.৬ ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে থাকবে। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.