মোবাইল

তিন ক্যামেরার সাথে জালবা দেখাবে Samsung Galaxy A56, ডিজাইন সহ ফিচার ফাঁস

Published on:

Samsung Galaxy a56 with triple rear camera specifications 360 degree render leaked

একের পর এক নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করছে Samsung। গত মাসে ব্র্যান্ডটি Galaxy S25 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করেছিল। এখন আবার সংস্থাটি Samsung Galaxy A56 এবং Galaxy A36 বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। লঞ্চের আগে আজ টিপস্টার ইভান ব্লাস আসন্ন গ্যালাক্সি এ৫৬-এর ৩৬০ ডিগ্রি ছবি শেয়ার করেছেন। এর মাধ্যমে ফোনের ডিজাইন ও কালার অপশন সামনে এসেছে।

Samsung Galaxy A56 ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা দেওয়া হবে

৩৬০ ডিগ্রি রেন্ডার অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ৫৬ ফোনটি ধূসর, গোলাপি, কালো এবং সবুজ কালার অপশনে আসবে। গত বছরের নভেম্বরে ফাঁস হওয়া CAD রেন্ডারে দেখা গিয়েছিল যে, ডিভাইসটি রিফ্রেশ ডিজাইন অফার করবে। নতুন রেন্ডারেও এই তথ্যের উপর শীলমোহর দেওয়া হয়েছে। জানা গেছে, স্যামসাং গ্যালাক্সি এ৫৬ হ্যান্ডসেটের পিছনে তিনটি ভার্টিক্যাল ক্যামেরা লেন্স দেওয়া হবে। ক্যামেরা মডিউলের পাশে একটি এলইডি ফ্ল্যাশও থাকবে।

এর ডান প্রান্তে দেখা যাবে পাওয়ার বাটন ও ভলিউম রকার বাটন। এর পিছনের প্যানেল গ্লাসের তৈরি। ডিভাইসটি অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে আসবে। ফোনের ফ্রন্টে পাঞ্চ-হোল অ্যামোলেড ডিসপ্লে দেখা যাবে।

Samsung Galaxy A56 এর অন্যান্য ফিচার

রিপোর্ট অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এ৫৬ ফোনে ৬.৭ ইঞ্চি ডায়নামিক AMOLED ফুল HD+ ডিসপ্লে পাওয়া যাবে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। ডিভাইসটি ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অপশনের সাথে আসতে পারে। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস ১৫৮০ চিপসেট ব্যবহার করা হবে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A56 ডিভাইসের পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্সের সঙ্গে ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া হবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।