Samsung Galaxy A57 5G ভারতে লঞ্চের আগে পেল BIS থেকে সার্টিফিকেশন

Samsung বাজারে তাদের নতুন স্মার্টফোন Galaxy A57 5G লঞ্চ করতে চলেছে। সম্প্রতি এই ফোনটিকে ভারতের Bureau of Indian Standards বা BIS সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে। অর্থাৎ এটি শীঘ্রই এদেশে পা রাখতে চলেছে। জানিয়ে রাখি, গত বছরের Galaxy A56 এর পরবর্তী মডেল হিসেবে আসবে Galaxy A57 5G। যদিও Samsung এখনও অফিসিয়ালি কিছু বলেনি। আসুন হ্যান্ডসেটটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
BIS সার্টিফিকেশন কী বলছে
BIS ওয়েবসাইটে তালিকাভুক্ত Samsung Galaxy A57 5G ফোনটির মডেল নম্বর SM-A576B/DS। এই অনুমোদন দেওয়া হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে। মডেলের শেষে DS থাকায় বোঝা যাচ্ছে এতে ডুয়েল সিম সাপোর্ট করবে।

যদিও সার্টিফিকেশন সাইটে সরাসরি Galaxy A57 নাম উল্লেখ নেই, তবে Samsung এর মডেল নাম্বারিং প্যাটার্ন দেখলে এটিকে Galaxy A57 5G বলেই ধরে নেওয়া যায়। সাধারণত BIS সার্টিফিকেশনের পর কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যেই হ্যান্ডসেটগুলি লঞ্চ হয়। তাই ফেব্রুয়ারি ২০২৬ নাগাদ ভারতের বাজারে এটি আসতে পারে বলে মনে হচ্ছে।
পারফরম্যান্সে নতুনত্ব দেখা যাবে
রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ৫৭ ৫জি চলবে এক্সিনস ১৬৮০ চিপসেটে, যার সঙ্গে থাকবে এক্সক্লিপসি ৫৫০ জিপিইউ। এটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলবে। র্যামের দিক থেকেও আপগ্রেড দেখা যেতে পারে। সর্বোচ্চ ১২ জিবি র্যাম অপশন থাকতে পারে।
ডিসপ্লে ও ক্যামেরা
ডিসপ্লের ক্ষেত্রে Galaxy A57 5G মডেলে ফ্লেক্সিবল AMOLED প্যানেল দেওয়া হতে পারে। শোনা যাচ্ছে স্যামসাং ডিসপ্লে এর পাশাপাশি টিসিএল সিসট থেকেও ডিসপ্লে নেওয়া হতে পারে। এর বেজেল আরও পাতলা হতে পারে।
ক্যামেরা সেটআপেও উন্নতি দেখা যাবে। পিছনে থাকতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

